অবশেষে ধোনির অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে মুখ খুললেন আশ্বিন, বললেন ... 1

ধোনির সাফল্য নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। অধিনায়ক হিসেবে তিনি ভারতকে প্রচুর সাফল্য দিয়েছেন। তবে এবার অধিনায়কত্ব ছাড়ার পর ফের পুরোনো মেজাজের মারকুটে মাহিকে দেখতে চাইছেন রবিচন্দ্রন অশ্বীন। আন্তর্জাতিক ক্রিকেটে এসে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য বিখ্যাত হয়ে যান। তবে অধিনায়কত্বের চাপে ধোনির সেই ব্যাটিং কোথায় যেন হারিয়ে যায়। অশ্বীন অবশ্য এখন সেই পুরোনো ধোনিকে দেখতে চাইছেন। সেই ইঙ্গিত দিয়ে ভারতীয় দলের এই তারকা অফস্পিনার বলেন, ‘ধোনির যাত্রাটা সত্যিই অসাধারণ। অধিনায়ক হিসেবে ওর রেকর্ড নজরকাড়া। তবে এখন আমি আগের সেই মারকুটে মেজাজের ধোনিকে দেখতে চাই।’

 

আরও এক ক্রিকেটার ভারতীয় দলকে বিদায় জানালেন

অনেকেই বলছেন একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্ব ছাড়লেও প্রায় সবাই তাঁকে আরও অন্তত বছর দুয়েক ক্রিকেট মাঠে দেখতে চান। মহেন্দ্র সিংহ ধোনির ওয়ানডে ও টি-২০’র নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে চর্চায় ভরপুর ক্রিকেট বিশ্ব। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার খবর ভক্তকুলের জন্য হৃদয়ে রক্তক্ষরণের মতোই একটা ঘটনা। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের জন্য সেরা জায়গাটা করে নিয়েছেন। ১৯৮৩ সালের পর ২০১১ তে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেছেন। তার আগে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপটিও ভারত ঘরে ওঠে ধোনির নেতৃত্বেই। ২০১৩ সালে জিতেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব ক্রিকেটে ধোনিই একমাত্র অধিনায়ক, যিনি জয় করেছেন আইসিসির সবগুলো ট্রফি।

টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব কয়েক বছর আগেই ছেড়েছিলেন। এবার ছাড়লেন সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্বও। আসলে ধোনির লক্ষ্য ২০১৯ বিশ্বকাপে দেশের জার্সি গায়ে মাঠে নামা। আর সেটার জন্য নেতৃত্বের বোঝা নিজের কাঁধ থেকে নামিয়ে দিলেন মাহি। অনেকেই আবার মনে করছেন, ধোনি ভাল করেই জানতেন অধিনায়ক হিসেবে তাঁর পক্ষে ২০১৯ বিশ্বকাপ খেলা অসম্ভব ছিল। তাই বিরাট কোহলিকে জায়গা ও সময় করে দিতেই অধিনায়কত্ব থেকে সরে দাড়ালেন মহেন্দ্র সিং ধোনি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *