স্পট লাইটের নীচে থাকতে এর আগেও বহুবার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে উল্টো পাল্টা মন্তব্য করতে দেখা গিয়েছিল বলিউডের সিনেমা সমালোচক কামাল রসিদ খানকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর থেকেই তিনি বিগত কয়েক’দিন ধরে কোহলির বিরুদ্ধে ট্যুইটারে বিষদগার করে যাচ্ছিলেন। আর এদিন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে নিজের একটি ভিডিও আপলোড করে বিতর্কীত কেআরকে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে জানিয়ে দিলেন, ভারত–পাকিস্তান ফাইনাল ম্যাচটি ফিক্সড ছিল।
গত রবিবার ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নজরকাড়া ক্রিকেট খেলে বিশ্বসেরা ভারতকে ১৮০ রানে উড়িয়ে দিয়ে এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। বলিউডের অখ্যাত এই ক্রিটিক্স–এর মতে, সেদিনের ভারত–পাকিস্তান ফাইনাল ম্যাচটাই ফিক্সড ছিল। আর তাঁর সেই দাবীকে মান্যতা দিতে ওই ভিডিওতে একগুচ্ছ অপ্রাসাঙ্গিক যুক্তির বন্যা বইয়ে দিয়েছেন কেআরকে। নিজেকে বলিউড ছবির সমালোচক হিসেবে তুলে ধরা এই কামাল রসিদ খান অবশ্য এর আগে বহু ছবির ব্যাপারে ইউটিউডে নিজের মতামত প্রদান করেছেন। এদিন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটাকে ঘিরে কিভাবে ফিক্সিং হয়েছে, তারও পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি।
গত রবিবার ভারত অধিনায়ক বিরাট কোহলি ওভালে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে নিজেদের স্কোর বোর্ডে ৩৩৮ রান তুলে ফেলে। পাকিস্তানের হয়ে ওই ম্যাচে অভিষেক সিরিজে প্রথম সেঞ্চুরি হাঁকান ফকর জামান। পাক দলের প্রথম ইনিংসে করা এত বড় স্কোর অতিক্রম করতে গিয়ে মাত্র ১৫৮ রানে অল আউট হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ব্যাপারে হট ফেভারিট ভারত। বিশ্বসেরা ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে আনেন মুহাম্মদ আমের, হাসান আলিরা।যার ফলে অপ্রত্যাশিতভাবে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বড় ব্যবধান ১৮০ রানে হার স্বীকার করে বসেন বিরাট কোহলিরা।
ভারতের বিরুদ্ধে সাম্প্রতীক বছর গুলিতে পাকিস্তানের ক্রিকেট খারাপ রেকর্ডের পরিসংখ্যানকে তুলে ধরে কেআরকে সোশ্যাল নেটওয়ার্কে নিজের বিস্ফোরক ভিডিও বার্তায় বলেন,
‘একটা খেলা বেঁচে থাকে তাকে ঘিরে উন্মাদনার মধ্যে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটকে নিয়ে সম্প্রতি তাদের দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে কোনও উন্মাদনা দেখা যায়নি। ভারতের কাছে খারাপ রেকর্ডের জন্য এমন পরিস্থিতি ছিল সেখানে। পাকিস্তানের সাধারণ মানুষ সত্যি আগ্রহ হারিয়ে ফেলেছিল নিজেদের দেশের ক্রিকেটারদের খেলা দেখার ব্যাপারে। এটার পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের এবং আইসিসি–র দুই পক্ষের কাছেই।’
একটু থেমে কেআরকে পরোক্ষণেই আবারও জুড়ে দেন,
‘একদিকে পাকিস্তানকে জোর করে প্রতিযোগিতার ফাইনালে তোলা হল, অন্যদিকে ভারত প্রত্যাশিতভাবে ফাইনালে চলে এলো। সেখানেই একটা সুপারহিট ফাইনাল ঠিক হয়ে যায়। পাকিস্তান সেমিফাইনালে ইংল্যান্ড হারিয়ে ফাইনালে ওঠায় আমি আগেই জানিয়ে দিয়েছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবারে পাকিস্তানই জিতবে। ভারত নিশ্চিতভাবে ফাইনালে হারবে। সবটাই আগে থেকে ঠিক করা ছিল। কারণ, সবাই জানে আইসিসি–র ওয়ানডে রাঙ্কিংয়ে আট নম্বরে থাকা পাকিস্তানের পক্ষে কখনই ভারতের মতো একটা শীর্ষস্থানীয় দলকে হারিয়ে দেওয়াটা সহজ নয়।’ এর পাশাপাশি কামাল রসিদ খান জানিয়ে দেন, আইসিসি এবং বিসিসিআই একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরা ক্রিকেটারদের খেলার জন্য মাসে বেতন দিয়ে থাকে।
https://www.youtube.com/watch?v=nQ4MXnKggXQ