টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেওয়া পাঁচ বোলার 1

ক্রিকেট ইতিহাসে ব্যাট-বলের লড়াইয়ে সবসময় মজে থাকেন ক্রিকেট প্রেমীরা।বিশেষজ্ঞরা বোলিংকে একটা শিল্প হিসাবে চিহ্নিত করে এসেছেন।বোলারের নৈপুন্য ও সৃজনশীলতা দলকে প্রত্যাশিত উইকেটটি এনে দিতে পারে।বল হাতে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি কোনও রেকর্ড স্পর্শ করতে পারলে বিশেষভাবে উজ্জীবিতে হয়ে থাকেন বোলাররা। রবিবার তেমনই একটি রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা স্পিনার রবীচনন্দ্রন অশ্বীন।

বিশ্ব ক্রিকেটে সবাই যখন মজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিংয়ে, তখন তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বীনের মুকুটে যুক্ত হল নতুন পালক। রবিবার টেস্ট ইতিহাসে দ্রুততম বোলার হিসাবে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।এক্ষেত্রে তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলিকে।একনজরে দেখে নেওয়া যাক টেস্ট ইতিহাসে এমন পাঁচ বোলারকে, যাঁরা দ্রুততার সঙ্গে ২৫০ উইকেট দখল করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *