চলতি আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের মাহাত্ম জারি রয়েছে। মঙ্গলবার আইপিএলের প্লে অফের প্রথম ম্যাচ খেলা হল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে ২ উইকেটে হারিয়ে সোজা ফাইনালে পৌঁছে গেল। অন্যদিকে আরও একটি সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। পুরো দু বছর পর আইপিএলে ফেরত আসা চেন্নাই সুপার কিংসকে পুরো ফর্মে দেখাচ্ছে। দলের প্রত্যেক প্লেয়ারই ধোনির আশায় পাশ করে গিয়েছেন। সেই সঙ্গে ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনিকে প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে উপস্থিত থেকে ধোনিকে সমর্থন জানাতে দেখা গিয়েছে। প্রথম প্লে অফের ম্যাচ দেখার জন্যও সাক্ষী ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
ভক্তরা বিরক্ত করল সাক্ষীকে
প্লে অফ ম্যাচের মজা নিতে আসা সাক্ষী ধোনির এই ব্যাপারে সামান্যতম আন্দাজও ছিল না যে এক ভক্ত তাকে এতটা সমস্যায় ফেলে দিতে পারে। আসলে ঘটনাটি হল এক পাগল ভক্ত ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে সেলফি নিতে চাইছিলেন। তিনি সাক্ষীর সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করেন। সেই সময় সাক্ষীকে যথেষ্ট বিরক্তও করেন তিনি। যদিও সেই সময় এক ব্যক্তি ওই ভক্তের ক্যামেরায় নিজের হাত দিয়ে আটকে দেন এবং সাক্ষীকে আগে এগিয়ে যেতে দেন। এই সম্পূর্ণ ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হয়ে পড়ে। বিরল ভিয়ানি নামে এক ইনস্টাগ্রাম ইউজারের অ্যাকাউন্টে এই ভিডিয়োটি আপলোডও করা হয়।
এখানে দেখুন পুরো ভিডিয়োটি
Fans go crazy taking pics with #sakshidhoni
A post shared by Viral Bhayani (@viralbhayani) on May 22, 2018 at 11:48am PDT
প্রত্যেক ম্যাচেই উপস্থিত ছিলেন মেয়ে আর স্ত্রী
ক্যাপ্টেন কুল অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির শুধু দলের খেলোয়াড়রাই নয় বরং তার স্ত্রী সাক্ষী এবং মেয়ে জীবাও খুব সহযোগিতা করেছেন। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রায় প্রতিটি ম্যাচেই ধোনির স্ত্রী এবং মেয়েকে দেখা গিয়েছে।
সম্প্রতি মেয়ে জীবার সঙ্গে মাঠে ধোনির খেলার ভিডিয়োও ভাইরাল হয়েছে। এর আগেও অনেকবার ধোনি এবং জীবার ভিডিয়ো ভাইরাল হয়েছে। একজন দুর্দান অধিনায়ক হওয়ার পাশাপাশি ধোনি একজন ভাল স্বামী এবং ভাল বাবাও প্রমানিত হয়েছেন।