ADELAIDE, AUSTRALIA - FEBRUARY 15: A general view during the 2015 ICC Cricket World Cup match between India and Pakistan at Adelaide Oval on February 15, 2015 in Adelaide, Australia. (Photo by Scott Barbour/Getty Images)

বাইশ গজে এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়ার প্রতিভাবান ওপেনিং ব্যাটসম্যান ফিলিপ হুগের প্রাণ। প্রায় তিন বছর পর এমনই এক দুর্ঘটনার প্রাণ খোয়াতে পারতেন, লাইটক্লিফের তারকা অ্যালেক্স টেট। কিন্তু ভাগ্যের জোরেই রক্ষা পান তিনি।

আইসিসি-বিসিসিআই দ্বন্দ্বেই ভারতের জার্সি ছাড়তে পারে ‘স্টার’


কী সেই দুর্ঘটনা? ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ব্রাডফোর্ড লিগ চলছে। তারই প্রস্তুতি সারছিলেন লাইটক্লিফ ক্লাবের তারকা বোলার অ্যালেক্স টেট। বল করার সময় ব্যাটসম্যানের সোজা হিটে বল এসে লাগে তাঁর কপালে। সঙ্গে সঙ্গেই নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিটি স্ক্যান করে দেখা যায়, তাঁর করোটির হাড়গুলি ভেঙে গুড়ো হয়ে গেছে প্রায়। সবাই টেটের প্রাণের আসা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু তখনই ঘটে মিরাকেল। ব্রাডফোর্ড রয়্যাল ইনফ্যার্মেরিতে সাড়ে ছ’ঘন্টার অস্ত্রপচার করে চিকিৎসকরা নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন টেটকে।প্রাণে বাঁচলেও সম্ভবত দৃষ্টিশক্তি হারাতে হতে পারে তাঁকে। করোটির ভেঙে যাওয়া হাড় গুলিকে ঠিক করার জন্য একাধিক ধাতব পাত বসানো হয়েছে।

মহারাজের রেকর্ড ভাঙলেন এ বি ডেভিলিয়ার্স


টেটের প্রাণ বাঁচানোর জন্য শুধু চিকিৎসকরাই নন, তাঁর বন্ধুদেরও ব্যপক অবদান রয়েছে। অস্ত্রপচারের জন্য বিপুল পরিমান টাকার দরকার ছিল। কিন্তু টেটের পরিবারের কাছে সেই পরিমান টাকা ছিল না। টেট ক্রিকেট খেলার পাশাপাশি একটি সংস্থায় আইনের পরামর্শদাতা হিসেবে চাকরি করতেন। কিন্তু সবেমাত্র নভেম্বর মাসেই চাকরিতে যোগ দিয়েছিল সে। তাই মেডিক্ল্যাম থাকলেও তা পাননি টেট।তখন প্রায় ৫০০ জন বন্ধু এগিয়ে আসেন তাঁকে সাহায্য করার জন্য। সবাই আর্থিক সাহায্য করে ১২,৪৭২ ইউরো সংগ্রহ করেন। সেই অর্থেই অস্ত্রপচার হয় টেটের।
কিছুদিন আগেই টেটের বিয়ে হয় তাঁর বান্ধবী কেটি মায়ের্সের সঙ্গে। তাঁদের একটি তিন বছরের সন্তানও রয়েছে। জুলাইতে দ্বিতীয় সন্তানের পিতা হবেন তিনি।

 • SHARE

  আরও পড়ুন

  দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০১৮ : দ্বিতীয় টেস্টে ভারতীয় প্লেয়ায়রদের রেটিং

  দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০১৮ : দ্বিতীয় টেস্টে ভারতীয় প্লেয়ায়রদের রেটিং
  সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট ১৩৫ রানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে...

  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০১৮; দ্বিতীয় টেস্ট: শেষ পাঁচদিন আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে : ফাফ দু’প্লেসি

  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০১৮; দ্বিতীয় টেস্ট: শেষ পাঁচদিন আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে : ফাফ দু’প্লেসি
  ভারতের বিরুদ্ধে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্টে্র শেষদিন দক্ষিণ আফ্রিকা ডমিনেটিং পারফর্মেন্স দেখায়, এবং এই ম্যাচ ১৫১...

  আমরা বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ এবং প্রথম ইনিংসে লিড নিতে পারিনি : বিরাট কোহলি

  আমরা বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ এবং প্রথম ইনিংসে লিড নিতে পারিনি : বিরাট কোহলি
  বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতের বিরুদ্ধে আরও একটা সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে...

  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে বিশ্রাম নিতে পিসিএল থেকে নাম তুলে নিলেন মিচেল জনসন

  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে বিশ্রাম নিতে পিসিএল থেকে নাম তুলে নিলেন মিচেল জনসন
  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কাছে আসার সঙ্গে সঙ্গেই প্লেয়ার এবং ফ্রেঞ্চাইজিরা এই চমকদার টি২০ লিগের জন্য প্রস্তুতি নেওয়া...

  সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০১৮: শ্রেয়স আইয়ারের ফিরে আসায় শক্তিশালী হল মুম্বাই

  সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০১৮: শ্রেয়স আইয়ারের ফিরে আসায় শক্তিশালী হল মুম্বাই
  সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাই দলে শ্রেয়স আইয়ারের কামব্যাক মুম্বাইকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। শ্রেয়স...