নয়া দিল্লি, ১২ই নভেম্বর: চলতি মরশুমের রঞ্জি ট্রফি টুর্নামেন্টের শুরুটা খুব একটা খারাপ হয়নি বাংলার৷ তবে এবার নতুন একটি উটকো ঝামেলার মধ্যে পড়ে গেল মনোজ তেওয়ারির দল৷ আর সেটাকে ঘিরেই তামিলনাড়ুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলা শিবিরে অশান্তি৷ ঘটনা হল, দলের অনুশীলন চলাকালীন নিজেদের মধ্যে ঝগড়া-হাতাহাতিতে জড়িয়ে পড়েন টিমের দুই হেভিওয়েট বোলার অশোক দিন্দা ও প্রজ্ঞান ওঝা৷ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে দু’জনকে ছাড়াতে দলের অন্যদের এগিয়ে আসতে হয়৷ তবে জল বেশি দূর গড়াতে পারেনি৷ গোটা ঘটনাটি সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানার পর দিন্দা ও ওঝাকে ঝামেলা মিটিয়ে নিতে বলেছেন।
এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কি বাংলার পারফরমেন্সের ওপর প্রভাব ফেলবে? সিএবি সূত্রে জানা গিয়েছে, প্র্যাক্টিস চলাকালীন ফুটবল খেলার সময় দুই ক্রিকেটারের মধ্যে গোলমাল শুরু হয়। আসলে চোট এড়াতে ফুটবল খেলার সময় ট্যাকেল থেকে বিরত থাকতে বলা হয়৷ তবে এ দিন সেই নির্দেশ মানছিলেন না অশোক দিন্দা৷ শুধু তাই নয়, দিন্দা ফুটবলে জোরে জোরে শট মারছিলেন৷ এমনই একটি শট বাংলা দলের স্পিনার প্রজ্ঞান ওঝার খুব কাছ দিয়ে গেলে তিনি ধমক দিয়ে বসেন দিন্দাকে৷ বলটা লাগলে হয়তো সত্যিই আঘাত পেতেন ওঝা৷ প্রজ্ঞানের চিৎকারে তাঁর দিকে তেড়ে আসেন দিন্দা৷ তিনি ওঝাকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করেন।
এতেই আগুনে ঘি পড়ে৷ দলের পেস ব্যটারির মুখে এমন কথা সহ্য করতে না পেরে তাঁকে মাটিতে ধাক্কা মেরে ফেলে দেন ওঝা৷ পরিস্থিতি গরম হয়ে উঠছে দেখে দলের অন্য ক্রিকেটাররা এসে আলাদা করে দেন৷ ফলে এই ঝামেলা আর বেশি দূর গড়াতে পারেনি৷ এরপর গোটা ঘটনাটি জানানো হয় সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷ তিনি দু’জনকে এই গোলমাল মিটিয়ে নিয়ে তামিলনাড়ু ম্যাচে মন দিতে বলেন৷
অশোক দিন্দার এই ঝামেলায় জড়িয়ে পড়ার ঘটনাটা নতুন কিছু নয়৷ এর আগেও বাংলার তারকা বোলার দিন্দা বেশ কয়েকবার দলের সিনিয়রদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন৷ তাই ফের এমন একটা ঘটনার পর ম্যানেজমেন্ট তাকে ‘ধমক’ দিলে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না৷ আসলে ফর্মে থাকা বাংলা দল এই ঘটনার জন্য ফোকাস হারালে এর থেকে কিছুই খারাপ হতে পারে না৷