বিতর্কে জড়ালেন দীনেশ কার্তিক , বিসিসিআই চাইলো জবাব 1

চলতি ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সের ম‍্যাচ চলাকালীন দীনেশ কার্তিককে দেখা গেছিলো তাদের ড্রেসিংরুমে। এবার এজন্য গুরুতর বিতর্কে জড়ালেন এই ভারতীয় ব‍্যাটসম‍্যান। এমনকি এরজন্য জবাব চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তার কাছে। দীনেশ কার্তিক , কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক।এই দলের ক‍্যারিবিয়ান সংস্করন এইমুহুর্তে প্রতিনিধিত্ব করছেন ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।প্রসঙ্গত, এই দুই দলের কোচ হলেন ব্রেন্ডন ম‍্যাককালাম।সদ‍্য তার সাথে দীনেশকে দেখা গেছে ট্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে‌।সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

বিতর্কে জড়ালেন দীনেশ কার্তিক , বিসিসিআই চাইলো জবাব 2

এবার এরজন‍্য বিসিসিআই এর তরফে জবাব চাওয়া হয়েছে কার্তিকের কাছে।এ বিষয়ে পরবর্তী সময়ে বিসিসিআই ঘনিষ্ঠ এক ব‍্যক্তিত্বর তরফে জানা গিয়েছে।হ‍্যা, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কার্তিকের ট্রিনবাগো নাইটরাইডার্সের ড্রেসিংরুমে ছবির দেখার পর তার থেকে এরজন‍্য জবাব চাওয়া হয়েছে।এমনকি তাকে এক্ষেত্রে সপ্তাহ দুয়েক সময় দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী , কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশের টি টোয়েন্টি লিগে খেলতে পারবেন না। অবশ্য এক্ষেত্রে কার্তিকের কোনও সমস‍্যায় না জড়ানোটাই সমীচীন, কারণ তাকে কোনও ম‍্যাচ খেলতে দেখা যায়নি।

বিতর্কে জড়ালেন দীনেশ কার্তিক , বিসিসিআই চাইলো জবাব 3

তবে বিসিসিআই ‘ এর তরফে কার্তিকের কাছে জবাব চাওয়ার বিষয়টির মধ্যে দিয়ে একটা বিষয়ে অত‍্যন্ত স্পষ্ট যে এই নিয়মের বিষয়টি অত‍্যন্ত কড়া নজরেই দেখে বোর্ড। অন‍্যদিকে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দীনেশ কার্তিককে দেখা যাবে তামিল নাড়ুর অধিনায়ক হিসেবে। ২০১৭ সালে চ‍্যাম্পিয়ান্স ট্রফিতে সুযোগ পাওয়ার মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত‍্যাবর্তন করেছিলেন তিনি। চোট পাওয়া মনীশ পান্ডের বদলে দলে সুযোগ হয় তার। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপের দলেও সুযোগ হয়েছিল তার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *