তিন তিনটে ফোন চুরির দায়ে পুলিশ গ্রেফতার করল দ্বারকার ওয়েলকাম হোটেলের অগ্নি নির্বাপণ আধিকারিককে। প্রতিদিন বিভিন্ন জায়গায় এমন তো কত ঘটনা ঘটে। কিন্তু সব তো খবরের শিরোনামে আসেনা। তাহলে এটাই কেন!
জীবনের কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করলেন মাহি, বাঁচালেন সতীর্থদের
একোনও আর পাঁচটা সাধারণ মানুষের ফোন নয়। খোদ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ফোন। শুক্রবার ধোনি সহ গোটা ঝাড়খন্ড দল দিল্লির যে হোটেলে ছিল, সেখানে আগুন লাগে। খুবই তৎপরতার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই হোটেল কত্তৃপক্ষ ক্রিকেটারদের নিরাপদে বের করে আনে। এই অগ্নিকাণ্ডে কারোর কোনও ক্ষতি না হলেও, ক্রিকেটের বেশকিছু সাজসরঞ্জাম নষ্ট হয়ে যায়। তাই বিজয় হাজারের দ্বিতীয় সেমিফাইনাল পিছিয়ে দেয় বোর্ড।
ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচল ধোনি, সেমিফাইনাল স্থগিত করল বিসিসিআই
হোটেল থেকে ক্রিকেটারদের জিনিষপত্র উদ্ধার করার সময় ধোনি তাঁর তিনটে ফোন পাননি। পরে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেন মাহি। এরপর তদন্ত করে পুলিশ ওই তিনটি ফোন হোটেলের অগ্নিনির্বাপণ বিভাগের এক আধিকারিকের কাছ থেকে পায়। পুলিশ ওই আধিকারিককে গ্রেফতার করেছে।