২০১০ সালে ৪ জুলাই কলকাতার মেয়ে সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করার সুবাদে ২০০৮ সালে দু’জনের দেখা হয় তাজ বেঙ্গল হোটেলে। কাজ শেখার সময় তারা একে-অপরের সঙ্গে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যমের সাহায্যে ধোনির ভক্তদের কাছে তাঁদের বিয়ের কথাটি প্রকাশ পায়। ধোনির সবচেয়ে কাছের বন্ধু ও বলিউড অভিনেত্রী বিপাশা বসু পরে সবাইকে জানিয়ে দেন, ধোনি-সাক্ষীর বিয়েটি অনেক আগেই নির্ধারিত ছিল। বিয়ের ঠিক তিনদিন পর এই হাইপ্রোফাইল জুটিকে হানিমুনের জন্য আমন্ত্রণপত্র পাঠায় নিউজিল্যান্ডের ‘কুইন্সটাউন ট্যুরিজম বোর্ড।’ যদিও সর্বদা ক্রিকেট নিয়ে ডুবে থাকা ধোনি নিউজিল্যান্ডের ওই সংস্থাকে হানিমুনের জন্য আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তবে তাদের আমন্ত্রণে সাড়া দিয়েও মাহি কিন্তু শেষমেশ নিউজিল্যান্ডে নিজের জীবন সঙ্গীর সঙ্গে হানিমুনে যেতে পারেননি। স্ত্রী যাতে তাঁর ওপর ক্ষেপে না যান, সেটাকে মাথায় রেখে ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চোট পাওয়ার পর পাওয়া অতিরিক্ত সময়ে নিজের প্রিয় হলিডে ডেসটিনেশন সাক্ষীর সঙ্গে গোয়াতে হানিমুনে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল। এবার দেখে নেওয়া যাক, তাঁদের হানিমুনের বেশ কয়েক’টি সুন্দর মুহূর্তের ফ্রেমবন্দী দৃশ্য।