ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৫ বছরের ছোটো মেয়ে জীবা ধোনিকে ধর্ষণের হুমকি দেওয়া হলো। আইপিএলে গত বুধবার ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস খারাপ প্রদর্শন করায় এই হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
People abusing Ziva Dhoni for yesterday's loss??? Wtf is wrong with you mfs?
— Shash🏌️ (@_Shakti_maan) October 8, 2020
গত বুধবারই চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করে চেন্নাইকে ১৬৮ রানের লক্ষ্যমাত্রা দেয়। যা সিএসকে হাসিল করতে পারেনি। এই কারণে মহেন্দ্র সিং ধোনি, কেদার জাধব এবং প্রায় পুরো দলকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে। শুধু তাই নয়, ধোনির ৫ বছরের মেয়েকেও ছাড়েনি ট্রোলার্সরা। মানুষ ধোনির পাশপাশি তাঁর মেয়ে জীবকেও খারাপ গালাগাল দিয়ে ধর্ষণ করার হুমকিও দিয়ে বসে। এমনকী ধোনির স্ত্রী সাক্ষীকেও ইনস্টাগ্রামে হুমকি দেওয়া হয়।
6 Year Old Ziva Is Getting Rape Threats Because Dhoni Didn't Play Well Yesterday
This Is India,I'm Disappointed As An Indian😕😞
I Trolled Kedar In The Lightest Way I Cud
But I Didn't Abuse Him
Who Are These Bastards Who Are Absuing Kedar And Dhoni 😡#CSKvsKKR #SRHvsKXIP pic.twitter.com/4e24OUrNGH— Peppy Soul (@VarunRDCR7) October 8, 2020
কিন্তু টুইটারে কিছু এমন মানুষও ছিলেন যারা এই সব ট্রোলার্সদের নিন্দা করে তাদেরই ট্রোল করেন। এমনটা প্রথমবার নয় যখন কোনো ক্রিকেটারের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এর আগেও অনুষ্কা শর্মাকেও বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে।
আসছে বিস্তারিত খবর… চোখ রাখুন