dhoni-elected-as-best-ever-ipl-captain

২০০৮ সালে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর হাত ধরে পথ চলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। এরপর কেটে গিয়েছে ষোলোটা বছর। সময়ের সাথে সাথে আকারে-বহরে বহুগুণ বেড়েছে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটের দুনিয়ায় পা রেখেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তানের পিএসএল, বাংলাদেশের বিপিএল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সিপিএল-এর মত একঝাঁক প্রতিযোগিতা। তবুও ক্রিকেটের মানের দিক থেকে আইপিএল’ই (IPL) দখলে রেখেছে শ্রেষ্ঠত্বের সিংহাসন। ২০০৮ সাল থেকে ক্রিকেট ও বিনোদনের দূরত্ব মুছে যে জমজমাট ককটেল বিসিসিআই উপহার দিয়ে চলেছে ক্রিকেটবিশ্বকে, ষোলো বছর কেটে গেলেও তার জনপ্রিয়তা কমে এতটুকুও। বরং বেড়েছে উত্তরোত্তর।

ষোলো পেরিয়ে সতেরোতে পা রাখার পথে আইপিএল (IPL)। সংবাদমাধ্যমসূত্রে জানা গিয়েছে যে আগামী মাসের ২২ তারিখ থেকে শুরু হতে পারে নতুন মরসুম। তার ঠিক আগে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফ থেকে গত ১৬ বছরের যাত্রাপথটা ফিরে দেখার উদ্যোগ নেওয়া হয়েছিলো। নানা রোমাঞ্চকর মুহূর্ত, নানা কাহিনী উঠে এলো সেই অনুষ্ঠানে। একই সাথে আইপিএলের (IPL) গত ষোলো বছরের সেরা ক্রিকেটারদের নিয়ে বেছে নেওয়া হয় একটি ১৫ সদস্যের দল। দৌড়ে ছিলেন গোটা দুনিয়ার একঝাঁক কিংবদন্তি ক্রিকেটার। তাঁদের মধ্যে থেকে সেরা বাছাইয়ের ভার ছিলো ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন (Matthwe Hayden), ডেল স্টেইন (Dale Steyn) ও টম মুডি’র (Tom Moody) উপর। এছাড়াও প্রায় ৭০ জন সাংবাদিক অংশ নিয়েছিলেন বাছাই পর্বে।

Read More: অবসর নিয়েই মনোজ তিওয়ারি তুলোধোনা করলেন MS ধোনি’কে, অভিযোগের আঙুল তুললেন ‘ক্যাপ্টেন কুল’-এর দিকে !!

IPL-এর শ্রেষ্ঠ অধিনায়ক নির্বাচিত হলেন ধোনি-

MS Dhoni | IPL | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

গত ষোলো বছরে আইপিএলের সেরা অধিনায়ক কে? দৌড়ে ছিলো বেশ কয়েকটি নাম। রোহিত শর্মা (Rohit Sharma), ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলিদের পিছনে ফেলে বিশেষজ্ঞদের মতে সেরার শিরোপা জিতলেন মহেন্দ্র সিং ধোনিই (MS Dhoni)। টুর্নামেন্টের গোড়া থেকে তিনি সামলেছেন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব। মাঝে দুই মরসুম নির্বাসিত ছিলো চেন্নাই (CSK)। তখন রাইজিং পুনে সুপারজায়ান্টসে নাম লিখিয়েছিলেন ধোনি। দুই মরসুমের মধ্যে একবছর নেতৃত্ব দেন। মোট ১৫ টি আইপিএলে নেতার ভূমিকায় ছিলেন তিনি। এরমধ্যে নেতা ধোনির (MS Dhoni) দল ফাইনাল খেলেছে ১০ বার। ট্রফি জিতেছেন ২০১০,২০১১,২০১৮,২০২১ ও ২০২৩ সালে। পাঁচ ট্রফি সহ চেন্নাইকে আইপিএলের ইতিহাসে সফলতম দলের শিরোপা এনে দিয়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে শ্রেষ্ঠত্বের দৌড়ে ধোনির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি নেতা হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন ৫টি ট্রফি। নেতা হিসেবে আইপিএলের লেগ্যাসিতে সামগ্রীক অবদানের ক্ষেত্রেও মুম্বইয়ের রোহিতকে পিছনে ফেলেছেন চেন্নাইয়ের ‘থালা।’ ধোনির সেরা অধিনায়ক হওয়া প্রসঙ্গে ডেল স্টেইন (Dale Steyn) জানিয়েছেন, “ধোনি হতে বাধ্য। ও সবকিছু জিতেছে-বিশ্বকাপ, আইপিএল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ও একজন আদর্শ নেতা। এই দলে (সেরা আইপিএল স্কোয়াড) দক্ষতার শীর্ষে থাকা সব খেলোয়াড় রয়েছেন। ওদের এমন একজঙ্কে প্রয়োজন যে কিনা সঠিক ভাবে ওদের পরিচালনা করতে পারবে। তাই আমি ধোনিকেই বেছে নেব।”

সেরা স্কোয়াডে কোহলি, জায়গা পেলেন না রোহিত-

Virat Kohli | IPL | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আইপিএলের (IPL) ইতিহাসের সেরা স্কোয়াডের ১৫ জনের তালিকায় জায়গা পেলেন না রোহিত শর্মা (Rohit Sharma) । ওপেনিং-এ অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের (David Warner) সাথে রাখা হয়েছে ভারতের মহাতারকা বিরাট কোহলিকে (Virat Kohli)। তিন নম্বরে থাকছেন কলকাতা, পাঞ্জাব, বেঙ্গালুরুর জার্সিতে আইপিএল মাতানো ক্রিস গেইলকে (Chris Gayle)। মিডল অর্ডারে বিশেষজ্ঞদের পছন্দের তালিকায় ঠাঁই হয়েছে ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়নার (Suresh Raina)। থাকছেন এবি ডিভিলিয়ার্স (AB De Villiers) ও সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। এরপর রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। তাঁর অধিনায়ক নির্বাচিত হওয়া নিয়ে মুখ খুলেছেন টম মুডিও। বলেছেন, “ও সেরা স্কোয়াড নিয়ে ট্রফি জিতেছে, আবার মাঝারি মানের স্কোয়াড নিয়ে সাফল্য পেয়েছে। নেতা হিসেবে ধোনির মাহাত্ম্য সেখানেই স্পষ্ট হয়।”

অলরাউন্ডারদের তালিকায় রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কিয়েরণ পোলার্ড’কে (Kieron Pollard)। ১৫ জনের স্কোয়াডে তিন স্পিনারকে রাখার কথা ভেবেছেন আক্রম, হেডেন, স্টেইনরা। জায়গা পেয়েছেন ভারতের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (Sunil Narine) ও আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan)। পেস বিভাগে রাখা হয়েছে গুরু ও শিষ্যকে। প্রথম যখন মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে যোগ দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তখন থেকেই তাঁকে হাতে ধরে বোলিং-এর খুঁটিনাটি শিখিয়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। দুই মুম্বই ইন্ডিয়ান্স কিংবদন্তিই জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের শ্রেষ্ঠ ক্রিকেটারদের তালিকায়। দলের কোচ বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং-কে (Stephen Fleming)।

এক নজরে সেরা IPL স্কোয়াড-

বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কিয়েরণ পোলার্ড, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, সুনীল নারাইন, যুজবেন্দ্র চাহাল, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ।

কোচ- স্টিফেন ফ্লেমিং।

Also Read: টি-২০ বিশ্বকাপের আগে নেপালের দিকে সাহায্যের হাত বাড়ালো BCCI, ভারতের মাটিতে সিরিজ খেলবেন কুশল ভুর্তেলরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *