ইন্সটাগ্রামে ধোনির গোপন নথি সব ফাঁস করে দিলেন মোদি! দেখে নিন কি ছিল সেই নথিতে? 1

ফের পত্রবোমা ফাটালেন আইপিএলে অর্থ পাচার কাণ্ডে জড়িয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আত্মগোপন করে থাকা আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদি। এবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে নথি ফাঁস করলেন তিনি। একইভাবে তিনি আঙুল তুললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের দিকেও। এদিন নিজের ট্যুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পেজে একটি নিয়োগ পত্র পোস্ট করলেন তিনি। যে নিয়োগ পত্রে ধোনির প্রাথমিক বেতন ৪৩ হাজার দেখানো হয়েছে। ললিত মোদির দাবী, ওই নিয়োগ পত্রটি ধোনিকে প্রদান করেছে এন শ্রীনিবাসনের সংস্থা ইন্ডিয়ান সিমেন্ট। ওই নিয়োগ পত্রটি অনুযায়ী, ধোনিকে ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) হিসেবে নিয়োগ করা হয়েছে।

ললিত মোদির দ্বারা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে প্রকাশিত করা ওই নিয়োগ পত্রটি অনুযায়ী, ইন্ডিয়া সিমেন্ট থেকে ধোনি প্রতি মাসে ৪৩ হাজার টাকা বেতন পান। ঠিক সেই জায়গায় ধোনি বিগত একটা লম্বা সময় ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘এ’ গ্রেডের ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়ে আসছেন। এবং সেটার দরুণ ধোনি বোর্ডের কাছ থেকে দীর্ঘকাল ধরে মোটা অংকের অর্থও নিয়ে আসছেন। ললিত মোদির এই পোস্টের জেরে ধোনির ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ইন্ডিয়া সিমেন্টের সঙ্গে্ও যোগ থাকা নিয়ে প্রশ্ন উঠে গেল। ললিত মোদি নিজের ট্যুইটার এবং ইনস্টাগ্রামের পেজে ওই নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি আরও লিখেছেন, ‘এটা কেবল ভারতে সম্ভব। কিভাবে বিসিসিআইয়ের পুরানো একজন রক্ষকই বোর্ডের আইনকে নিয়ে ছেলে খেলা করতে পারে?’ ললিত মোদির এই পোস্টটি অবশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, লন্ডনে লুকিয়ে এতদিন ললিত মোদি ভারতীয় ক্রিকেট বোর্ড, তার সিস্টেম এবং কর্মকর্তাদের কাজকর্মের বিরুদ্ধে আঙুল তুলে এসেছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার তিনি ধোনিকেও সে্ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে টেনে নিয়ে গেলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *