ডোয়েন ব্রাভোকে কেন দিলেন না শেষ ওভার? জবাব দিলেন মহেন্দ্র সিং ধোনি 1

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বেশ রোমাঞ্চকর ম্যাচ নিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। শিখর ধাওয়ানের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও দিল্লির বাকি ব্যাটসম্যানরা কেউই সেভাবে থিতু হতে পারেননি। আর এরই সুযোগ নিয়ে দিল্লি ক্যাপিটালসের উপর চাপ বাড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। ১৯ তম ওভারে দুর্দান্ত বোলিং করে চেন্নাইকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ইংরেজ বাঁ হাতি বোলার স্যাম কারান, পাশাপাশি সেই ওভারে আউট করেন অসি উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে।

DC vs CSK: Dhawan strikes maiden IPL hundred; DC go on top of the table  with 5-wicket win over CSK | Cricket News - Times of India

কিন্তু শেষ ওভারে যখন ১৭ রান বাকি ছিল, তখন দলের অভিজ্ঞ ডেথ ওভার স্পেশালিস্ট ডোয়েন ব্রাভোকে না দিয়ে দুই বাঁ হাতি ব্যাটসম্যানের সামনে বাঁ হাতি তারকা স্পিনার রবীন্দ্র জাদেজাকে বল দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সেই ওভারে জাদেজাকে তিনটি ছয় মেরে ম্যাচ জেতান বাঁ হাতি ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আর এই নিয়ে প্রশ্ন উঠেছিল সকলের মনে, কেন শেষ ওভারে ডোয়েন ব্রাভোকে বল দেননি মহেন্দ্র সিং ধোনি?

CSK vs DC, IPL 2020

আর এই নিয়ে নিজের জবাবও পেশ করলেন মাহি। ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে ধারাভাষ্যকারদের এই প্রশ্নের জবাবে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি জানিয়েছেন, ফিট না থাকার কারণে ডোয়েন ব্রাভো আর মাঠেই নামেননি, যার জেরে জাদেজা ও কর্ন শর্মার মধ্যে জাদেজাকেই বেছে নিয়েছিলেন তিনি। ধারাভাষ্যকারদের উদ্দেশ্যে ধোনি বলেছেন, “ডোয়েন ব্রাভো ফিট ছিল না, ও বাইরে বেরিয়ে গিয়েছিল, তার পর আর মাঠে নামতে পারেনি। সেই কারণে আমাদেরকে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বল করাতে হয়েছে। কর্ন শর্মা ও জাড্ডুর মধ্যে অপশন ছিল, তো আমি জাদেজাকেই বেছে নিয়েছিলাম।”

I went with Jaddu': MS Dhoni reveals WHY Jadeja bowled CSK's decisive final  over against DC

গতকাল ক্রিজে থেকে অপরাজিত শতরান করে দিল্লিকে ম্যাচ জেতান ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। আর তাই উইকেট নেওয়াটাই সবথেকে জরুরি ছিল বলে মনে করেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে তিনি বলেছেন, “শিখর ধাওয়ানের উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমরা কয়েক বার ওর ক্যাচ ফেলেছি। ও এমন একজন, যদি ব্যাট করতে শুরু করে, তাহলে স্কোর বোর্ড সচল রাখতে তিনি সক্ষম। ও নিজের সুযোগ তৈরি করতে থাকবে। যদি ধাওয়ান ক্রিজে থেকে যায়, সে সব সময় একটা ভালো স্ট্রাইক রেট বজায় রাখবে। আমার মনে হয় ওর উইকেটটি নেওয়া জরুরি ছিল।”

Csk Vs Dc: Dhawan Made His First Century In 13 Years Of Ipl Career, Some  Such Joy Expressed - Csk Vs Dc: 13 साल के आईपीएल करियर में धवन ने लगाया पहला

এরপর ধোনি জানান যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তুলনামূলক সহজ ছিল, তার কারণ সেই সময় শিশির পড়ছিল। এই নিয়ে ধোনি জানিয়েছেন, “দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা ভালো ব্যবহার করেছে, উইকেটটা কিছুটা ভালো হয়ে গিয়েছিল যা ব্যাটসম্যানদের পক্ষে সহজ হয়ে গিয়েছিল। কিন্তু সব মিলিয়ে, আমরা কখনই শিখর ধাওয়ানের থেকে ওর কৃতিত্বকে ছিনিয়ে নিতে পারি না। ধাওয়ান দারুণ ব্যাট করেছেন এবং অন্যান্য ব্যাটসম্যানদের তরফ থেকে দারুণ সহায়তা পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে কিছুটা শিশির ছিল, অনেকটা নয় যদিও, কিন্তু প্রয়োজনীয় শিশির ছিল উইকেটটিকে ভালো করার জন্য আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের মধ্যে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *