Use your ← → (arrow) keys to browse
দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ পেসার আনরিখ নর্টজের জায়গায় দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি পেসার। টি২০ স্পেশালিস্ট হলেও এই দুই ম্যাচে তেমন কিছুই বিশেষত্ব দেখাননি স্যামস। ২৮ বছরের এই পেসার দুই ম্যাচেই উইকেট শূন্য ছিলেন। যার ফলে এমন এক বিদেশীকে বসিয়ে রাখতে চাইবে না দিল্লি ক্যাপিটালস। দুই ম্যাচে ৯ এর কাছাকাছি ইকোনমি রেট দেওয়া এই বোলারকে আসন্ন নিলামের আগে ছেটে ফেলতে চাইবে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট।
Use your ← → (arrow) keys to browse