CWC19 : অস্ট্রেলিয়া ম‍্যাচে শচীনের রেকর্ড স্পর্শের মুখে কিং কোহলি ! 1

রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করলেই শচীনকে ছুঁতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শচীন তেন্ডুলকরের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্চুরি রয়েছে নয়টি, অন‍্যদিকে ইতিমধ্যে অজিদের বিরুদ্ধে আটটি সেন্চুরি করে ফেলেছেন বিরাট।কাল আরো একটি সেঞ্চুরি করলে এক্ষেত্রে তিনি ছোবেন শচীন কে । তাহলে কি কাল আরেক কৃতিত্বের অধিকারী হতে চলেছেন বিরাট ? জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা।CWC19 : অস্ট্রেলিয়া ম‍্যাচে শচীনের রেকর্ড স্পর্শের মুখে কিং কোহলি ! 2প্রসঙ্গত, সাউথহাম্পটনে এবারের বিশ্বকাপের প্রথম ম‍্যাচ জয়ের মধ্যে দিয়ে শুরু করলো ভারত।রোহিত শর্মার দুরন্ত সেন্চুরি এইদিন ভারতকে ম‍্যাচের চালকের আসনে বসায়।ছয় উইকেটে ম‍্যাচ জিতে যখন উদ্দীপ্ত গোটা ভারতীয় শিবির , ঠিক তখন উল্টো দিকেল একরাশ হতাশা সাউথ আফ্রিকা দলের‌।কালকে হারের মধ্যে দিয়ে এইবার বিশ্বকাপের হারের হ‍্যাটট্রিক পূর্ন করলো ফাফ দু প্লেসিসের দল।এদিন রোহিত শর্মার ১২২ রানের সুবাদে ১৫ বল বাকি থাকতেই ম‍্যাচ জিতে যায় ভারত।

CWC19 : অস্ট্রেলিয়া ম‍্যাচে শচীনের রেকর্ড স্পর্শের মুখে কিং কোহলি ! 3

অন‍্যদিকে বিরাটদের কাছে হেরে সেমি ফাইনালের পথ কন্টকময় করে তুললো সাউথ আফ্রিকা।এদিন জসপ্রীত বুমরাহ এবং যুজুবেন্দ্র চাহাল কার্যত কোমড় ভেঙে দেয়ে প্রোটিয়াস ব্যাটিং লাইন আপের। ৫০ ওভার শেষে বিরাটদের বিরুদ্ধে তারা লক্ষ্যমাত্রা রাখে ২২৭/৯।শুরুতেই দ্রুত ওপেনার জুটি কে ড্রেসিংরুমে পাঠিয়ে দেয় বুমরাহ তার আগুনে স্পেলে।

এদিন শুরুতেই বল হাতে চেষ্টা চালিয়েছিলেন এই মুহূর্তে বিশ্বের অন‍্যতম সেরা পেস বোলার কাগিসো রাবাদা।ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান কে মাত্র আট রানে ফিরিয়ে বিরাটদের উপর চাপ সৃষ্টির চেষ্টা চালান।ফেলুকায়োর বলে দুরন্ত ক‍্যাচে কোহলি কে মাঠ ছাড়তে বাধ‍্য করেছিলেন ডি’ কক। ভারত অধিনায়কের এবারের বিশ্বকাপের প্রথম ম‍্যাচ থেকে সংগ্রহ মাত্র ১৮ রান।

CWC19 : অস্ট্রেলিয়া ম‍্যাচে শচীনের রেকর্ড স্পর্শের মুখে কিং কোহলি ! 4

তবুও এতো চেষ্টার পরেও এদিন ম‍্যাচ হেরে যায় ডু – প্লেসিসরা।তৃতীয় উইকেটে ৮৫ রানের পার্টনার শিপ তৈরি করে রোহিত শর্মা কে এল রাহুলের সাথে।এদিন ম‍্যাচে ২৬ রান করেছিলেন রাহুল।

এ দিন হাজার চেষ্টাতেও রোহিতকে ফেরাতে পারেনি রাবাদারা। এমনকি ম‍্যাচে একাধিক বার ” হিটম‍্যান ” এর ক‍্যাচ মিস করে প্রোটিয়াস রা।যা এইদিন রোহিতের ২৩ তম ওডিআই সেন্চুরির পথ প্রশস্ত করে দিয়েছিল।এদিন রোহিতের ইনিংস সাজানো ছিলো ১৩ টা চার এবং ২ টো ছয় দিয়ে।

CWC19 : অস্ট্রেলিয়া ম‍্যাচে শচীনের রেকর্ড স্পর্শের মুখে কিং কোহলি ! 5

প্রথম ম‍্যাচে জয় দিয়ে শুরু করা বিরাটরা আগামী রোববার ওভালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার।অন‍্যদিকে হারের হ‍্যাটট্রিকের পর বিধ্বস্ত সাউথ আফ্রিকা শিবির মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের , আগামী সোমবার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *