Use your ← → (arrow) keys to browse
লন্ডন: চম্পিয়ন্স ট্রফিতে যুবরাজ সিং খেলতে পারবেন কিনা, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে।ইংল্যান্ডে পৌঁছোনোর পর থেকে এখনও মাঠে নামতে পারেননি ভারতের এই তারকা ব্যাটসম্যানটি।দুটি প্র্যাক্টিস ম্যাচেও তিনি ছিলেন না।প্রতিটা দিন যাচ্ছে, আর এ দিকে মনে করা হচ্ছ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামা হবে না যুবির।ভাইরাল জ্বরে কাবু যুবরাজ শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন বলে মনে করচে ওয়াকিবহাল মহল।
এ দিকে যুবরাজকে না পাওয়া গেলে তাঁর পরিবর্তে কে আসতে পারে, তার জন্য একটি ব্যাকআপ স্কোয়াড ঠিক করেছে।চোট পেয়ে কেউ ছিটকে গেলে সেই ব্যাকআপ স্কোয়াড থেকে ক্রিকেটার নেওয়া হবে।এবার দেখে নেওয়া যাক এমন তিন ক্রিকেটারকে যাঁরা যুবরাজের বদলে টিম ইন্ডিয়ায় জায়গা করে নিতে পারে:
Use your ← → (arrow) keys to browse