জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 1

গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দশ উইকেটের অসাধারণ জয় হাসিল করে চেন্নাই সুপার কিংস। এবার তাদের সামনে দুর্ধর্ষ কলকাতা নাইট রাইডার্স। এবারের টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় জয় পেয়ে সেই মোমেন্টাম নষ্ট করতে নারাজ সিএসকে। এবার কি রণনীতি নিয়ে নামবেন ধোনিরা? দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ।

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 2

১. শেন ওয়াটসন

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 3

গত ম্যাচে আবারও নিজের পুরোনো বিধ্বংসী ফর্মে ফিরে এসেছিলেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অলরাউন্ডার ফর্মে এলে সেই ফর্ম যেতে অনেকদিন সময় লাগে। সুতরাং কলকাতার বিরুদ্ধে বড় ইনিংস খেলবেন, তা আশা করাই যায়।

২. ফাফ ডু প্লেসিস

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 4

এবারের আইপিএল-এ চেন্নাইয়ের সবথেকে ধারাবাহিক পারফর্মার ফাফ ডু প্লেসিসকে অবশ্যই দলে রাখা হবে। গত ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

৩. অম্বাতি রায়ডু 

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 5

 

চোট সারিয়ে ফেরার পর থেকে খুব একটা আহামরি খেলতে পারেননি অম্বাতি রায়ডু। কিন্তু জ্বলে ওঠার ক্ষমতা রাখেন, আর তা দেখিয়েছেন প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে।

৪. কেদার যাদব

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 6

অত্যন্ত জঘন্য ফর্মে রয়েছেন এই ডান হাতি তারকা ব্যাটসম্যান। কিন্তু হাতে অপশন না থাকায় এবং উইনিং কম্বিনেশন ভাঙতে না চাওয়ার জন্য কেদার থেকে যাবেন দলে।

৫. মহেন্দ্র সিং ধোনি

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 7

পাঁচে আসবেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে বেশ ভালো ফর্মেই রয়েছেন মাহি। ফলে তার উপর ভরসা রাখতে পারেন সমর্থকরা।

৬. রবীন্দ্র জাদেজা

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 8

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বেশ ভালো ব্যাটিং করেছিলেন জাদেজা। যদিও বল হাতে এখনও খুব একটা ভালো জায়গায় আসেননি বাঁ হাতি এই স্পিনার। কিন্তু বৈচিত্র্যের জন্য দলে তিনি থাকছেনই।

৭. ডোয়েন ব্রাভো

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 9

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার ছাড়া চেন্নাই সুপার কিংস যেন অসম্পূর্ণ। মাঝের ওভার ও ডেথ ওভারে বৈচিত্র্যপূর্ণ বোলিং ছাড়াও ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলে দিতে পারেন ব্রাভো।

৮. স্যাম কারান

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 10

ইংল্যান্ডের এই তরুণ পেসার বল হাতে বেশ ভালো ফর্ম দেখিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতে দুরন্ত ক্যামিও খেলতেও সক্ষম কারান। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে ব্রাভোর সাথে ভালো পার্টনারশিপ দেখাবেন কারান।

৯. শার্দুল ঠাকুর

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 11

বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে একেবারে সিদ্ধহস্ত এই ভারতীয় পেসার। নাকল বল, স্লোয়ার বলে ব্যাটসম্যানদের চমকে দিতে পারেন তিনি। পাশাপাশি ভারতীয় দলের হয়ে ব্যাট হাতেও বেশ ভূমিকা রেখেছিলেন শার্দুল, সেই ফর্ম এখানেও তিনি দেখাতে পারেন।

১০. পীযুষ চাওলা

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 12

ভারতীয় এই অভিজ্ঞ লেগস্পিনার খুব মার খেলেও প্রয়োজনে উইকেট তুলে নিতে পারেন। সঠিক লাইন ও লেংথে বল করলে যে কোনও দিন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে নিতে পারেন চাওলা।

১১. দীপক চাহার

জয়ের রাস্তায় থাকতে কেকেআর-এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস 13

নতুন বলে চেন্নাই সুপার কিংসের ভরসা দীপক চাহার এবারেও কেকেআর-এর ওপেনারদের আউট করার লক্ষ্যে থাকবেন। হাতে রপ্ত দুই দিকেরই সুইং, পাশাপাশি লাইন ও লেংথেও সক্ষম তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *