বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম আসরের সময়সূচি প্রকাশ করেছে। টুর্নামেন্টটি আগামী ৯ এপ্রিল শুরু হবে এবং ফাইনাল ম্যাচটি আগামী ৩০ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। আইপিএল ২০২১ এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের দল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। এবার টুর্নামেন্টে মোট ৫৬টি ম্যাচ এবং ১১টি ডাবল হেডার ম্যাচ দেখা যাবে।
এদিকে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। চলুন এই বছর সিএসকে এর সময়সূচী একবার দেখে নিই ..
Ready ah… vaanga pa… summer coming! Block the #Yellove dates! #WhistlePodu #IPL2021 🦁💛 pic.twitter.com/k8RI1P6Q8o
— Chennai Super Kings (@ChennaiIPL) March 7, 2021
মহেন্দ্র সিংয়ের ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ মুম্বাইয়ে আগামী ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে। একই সময়ে, সিএসকের দল আগামী ২৩ মে কলকাতায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। গত বছর চেন্নাই সুপার কিংস দলের পারফর্মেন্স বিশেষ কিছু ছিল না এবং ধোনির নেতৃত্বে দলটি আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। এমন পরিস্থিতিতে দলটি এবার ভালো পারফর্ম করতে চাইবে। চেন্নাই এই বছর আইপিএল নিলামে মইন আলী ও কৃষ্ণাপ্পা গৌথমকে দলে অন্তর্ভুক্ত করেছে।
চেন্নাই সুপার কিংস টিম – মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, ঋতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, নারায়ণ জগদীশন, রবীন উথাপ্পা, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, কর্ণ শর্মা, আর সাই কিশোর, মিচেল স্যান্তনার, ইমরান তাহির, দীপক চাহার, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি, জস হেজলউড, কে এম আসিফ, মইন আলী, কৃষ্ণাপ্পা গৌথম, চেতেশ্বর পুজারা, হরি শঙ্কর রেড্ডি, ভগত ভার্মা, হরি নিশান্ত।