Use your ← → (arrow) keys to browse
আর কয়েকদিনের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে গোটা বিশ্ববাসী।ক্রিকেট দুনিয়াও তার ব্যাতিক্রম নয়।আসন্ন বছরেও দারুন আর্কষক কিছুর প্রত্যাশায় রয়েছে আপামর ক্রিকেট বিশ্বও।তবে দুঃখের বিষয়, সেই সবের সাক্ষি থাকতে পারবেন না বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। এই খেলাটির কয়েকজন নামী তারকারা এই বছর (২০১৬) আমাদের ছেড়ে পরলোকগমন করেছেন।তঁারা আর না থাকলেও, এ পৃথিবীতে চিরকাল থেকে যাবে তঁাদের স্মৃতি।তঁাদের উপার্জিত যশ, নাম এবং কৃতিত্ব। বছর শেষের মনভার করে দেওয়া লগ্নে এমন কয়েকজন ক্রিকেট ব্যাক্তিত্বর দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক, যাঁরা ক’দিন আগেই সবাইকে কাঁদিয়ে এই পৃ্থীবি ছেড়ে চলে গিয়েছেন–
Use your ← → (arrow) keys to browse