বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারের নাম যদি নেওয়া হয়, তাহলে অনেকের নামই উঠে আসবে। কিন্তু ফুটবল বিশ্বে ঈশ্বর হিসেবে যদি কেউ স্মরণীয় হয়ে থাকেন, তাহলে তার নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা। গতকাল আর্জেন্টিনায় নিজের বাসস্থানে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান এই কিংবদন্তী ফুটবলার। শুধু ফুটবল নয়, একাধিক ক্রীড়া জগত থেকে শোকবার্তার বহর আসছে মারাদোনার প্রয়াণের প্রতি। বাদ যায়নি ক্রিকেট বিশ্বও। ক্রিকেটার, প্রাক্তনী, এমনকি একাধিক ফ্র্যাঞ্চাইজিও নিজেদের শোকবার্তা পেশ করেছেন দিয়েগো মারাদোনার প্রতি।
বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বরারবই অনুরাগী ছিলেন দিয়েগো মারাদোনার। আর এবার নিজের আইডলের প্রয়াণে নিজের আবেগকে চেপে ধরতে পারেননি সৌরভ। টুইটারে নিজেদের ছবি দিয়ে সৌরভ লিখেছেন, “আমার হিরো আর নেই। আমার পাগল জিনিয়াসটা এবার শান্তিতে বিশ্রাম নেবে। আমি আপনার জন্যই ফুটবল দেখতে শুরু করেছি।”
My hero no more ..my mad genius rest in peace ..I watched football for you.. pic.twitter.com/JhqFffD2vr
— Sourav Ganguly (@SGanguly99) November 25, 2020
ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকরও শোকবার্তা লিখেছেন ফুটবলের ঈশ্বরের প্রতি। তিনি লিখেছেন, “ফুটবল এবং ক্রীড়া বিশ্ব আজ তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়েছে। শান্তিতে বিশ্রাম নিন দিয়েগো মারাদোনা। আপনার অভাব সর্বদাই অনুভব হবে।”
Football and the world of sports has lost one of its greatest players today.
Rest in Peace Diego Maradona!
You shall be missed. pic.twitter.com/QxhuROZ5a5— Sachin Tendulkar (@sachin_rt) November 25, 2020
মারাদোনার প্রতি শোকপালন করতে ভোলেননি যুবরাজ সিং এবং মহম্মদ কাইফ। এই দুই ক্রিকেটারই ফুটবলের বড় অনুরাগী, আর ফুটবলের এমন মহান ব্যক্তিত্বের প্রয়াণে শোকস্তব্ধ যুবরাজ ও কাইফ। নিজের টুইটারে যুবরাজ লিখেছেন, “কিংবদন্তী মারাদোনার প্রয়াণের খবর শুনে খুবই কষ্ট পেয়েছি। একেবারে রাজার হালে ও নিজের নিয়মে জীবন কাটিয়েছেন এবং মাঠ ও মাঠের বাইরে উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। বিদায় বন্ধু, আপনাকে আমরা মিস করব।” এরপর কাইফ টুইটারে লিখেছেন, “ওনার খেলার অগুনতি ভক্তদের একজন ছিলাম আমি, আর তাই এটা আমার কাছে অবিশ্বাস্য। আমার সমবেদনা সকল দিয়েগো মারাদোনা ভক্তদের জন্য। বিদায় লেজেন্ড।”
Really sad to hear of the passing away of the legendary Maradona. He truly lived life king size & by his rules and set benchmarks on the field and off it too. RIP my friend. You will be missed
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 25, 2020
I was among the scores of fans of his game, and so this comes as a big shock! My condolences to Diego Maradona fans all over the world. RIP legend.
— Mohammad Kaif (@MohammadKaif) November 25, 2020
এদিকে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলিও নিজেদের মত করে টুইটারে শোকবার্তা পোস্ট করেছেন দিয়েগো মারাদোনার প্রয়াণে। আইপিএল এর আটটি ফ্র্যাঞ্চাইজিই দিয়েগো মারাদোনার অকাল প্রয়াণে বার্তা দিয়েছে টুইটারে।
A great loss to not just football, but the entire sporting world!
Rest easy, legend! #Maradona 🙏🏻 https://t.co/UOjOtDhh1D
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 26, 2020
It was the Hand of God once again, this time forever. The Legend shall live on. #RIPMaradona pic.twitter.com/I1XzRa20aY
— Chennai Super Kings (@ChennaiIPL) November 25, 2020
The sporting world has lost one of its greatest of all time.
RIP Diego Maradona. 🙏😢 pic.twitter.com/UjjB5dtULg
— Rajasthan Royals (@rajasthanroyals) November 25, 2020
The Hand of God is now resting closer to him than ever before ⚽💔#RIPMaradona pic.twitter.com/iEJ7SrjX8u
— Delhi Capitals (@DelhiCapitals) November 25, 2020
Diego Armando Maradona. RIP Legend. 💙🤍 pic.twitter.com/ZtIlLElBN6
— Mumbai Indians (@mipaltan) November 25, 2020
Taken away too soon by 'The Hand of God'
Rest in peace El Pibe de Oro. You're gone but the delightful memories you left us with will remain etched in our hearts!
📷- @SkySports#DiegoMaradona pic.twitter.com/Fw0zCnxMN7
— KolkataKnightRiders (@KKRiders) November 25, 2020
Rest in peace, legend 🙏 pic.twitter.com/NI4D1SU986
— Kings XI Punjab (@lionsdenkxip) November 25, 2020
A legend of the game, #RIPMaradona 🙏 pic.twitter.com/Vfknqj3WIi
— SunRisers Hyderabad (@SunRisers) November 25, 2020
২০০০ সালে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার তরফ থেকে অনলাইন ভোট ছাড়া হয়েছিল গত শতাব্দীর সেরা খেলোয়াড়ের জন্য। সেই ভোটে দিয়েগো মারাদোনা ৫৪ শতাংশ ভোট পেয়েছিলেন, যেখানে ফুটবল সম্রাট পেলে পেয়েছিলেন মাত্র ১৮ শতাংশ। তবে অজানা কারণে এই দুই কিংবদন্তীকে যুগ্ম সেরা হিসেবে বেছেছিল ফিফা।