গৌতম গম্ভীর, নামটার সঙ্গে জড়িয়ে আছে কত না দেশাত্মবোধক কাজ। যা সংখ্যায় গণনা করে শেষ করা যাবে না। আপনি স্বাধীনতা দিবস বলুন আর রাখি বন্ধনই বলুন। সব কিছুতেই তাঁর নাম আগে আসবে। তিনি ক্রিকেটার হিসাবে মানুষের মনে না থাকলেও, একজন ভালো মানুষ হিসেবে সবসময় সবার অন্তরে বিরাজ করেন।
গত কয়েকদিন আগে তিনি ক্রিকেট জগত থেকে একজন ক্রিকেটার হিসেবে নিজের নাম কাটিয়েছেন। তার পরেই সোশাল মিডিয়ায় নেমে আসে তাঁকে বিদায় সম্বর্ধনার ঢোল।
আজ যে কারণে তাঁর কথা নিয়ে আপনাদের সামনে আসা। তা হলো , আজ ২৫শে ডিসেম্বর, বড়দিন (Christmas day)। আজকের এই দিনে সবাই বিশ্বাস করে সান্তাক্লোজ সবার মনের বাসনা পূরণ করে। তাই সবার সাথে সাথে গৌতম গম্ভীরও চেয়েছেন। কিন্তু কি চেয়েছেন,তা কি আপনি জানেন,হয়তো আপনি ভাবছেন, তিনি টাকা-পয়সা, কিংবা ভালো থাকার জন্য চেয়েছেন। হ্যাঁ ঠিকই তিনি ভালো থাকার জন্য, মানে সুস্থ থাকার জন্য চেয়েছেন। কিন্তু সেটা নিজের জন্য নয়। সারা দেশ তথা সারা বিশ্ব কে ভালো রাখার জন্য প্রার্থনা করেছেন। তিনি সান্তাক্লোজকে জানিয়েছেন পরিবেশ দূষণের কথা, সেই সঙ্গে সান্তাক্লোজকেও গাছ লাগানোর কথা বলেছেন। তাঁর এই কথার মধ্যে দিয়ে তাঁর মহান মনোভাবের প্রকাশ পেয়েছে। যেটা সবাই পারে না।
গৌতম গম্ভীর দেশের জার্সি গায়ে জড়িয়ে ৫৮ টি টেস্ট খেলে ৪১৫৪ রান করছেন, ১৪৭টি ওয়ানডেতে ৫২৩৮ এবং ৩৭টি টি-২০ ম্যাচ খেলে ৯৩২ রান করেছেন। টেস্ট ক্রিকেটে গম্ভীরের নামে ৯টি আর ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি রয়েছে।