রোববার হায়দ্রাবাদে আইপিএল ফাইনালে মুম্বাইয়ের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জসপ্রীত বুমরাহ।এদিন দুই উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ১৪ টি রান দিয়েছিলেন তিনি।যা স্বাভাবিক ভাবেই এমন লো স্কোরিং ফাইনাল ম্যাচে একটি দলের জয়ের ক্ষেত্রে ফারাক গড়ে দেয়, তাই ম্যাচ শেষে স্বয়ং ” ক্রিকেট ইশ্বর ” তাকে এই মুহূর্তে ” বিশ্বের অন্যতম সেরা বোলার ” এর অভিধায় ভূষিত করেছিল।
শুধু তাই নয়, এদিন ম্যাচ শেষে বুমরাহ সতীর্থ এবং তারকা ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং বলেছিলেন এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে আছে বুমরাহ।প্রসঙ্গত, এর আগে একবার একটি সাক্ষাৎকারে যুবি বলেছিলেন মুম্বাইয়ের নেট প্রাক্টিসে তিনি বুমরাহ কে এরিয়ে চলেন সবসময়।ফাইনালে স্বয়ং শচীনের থেকে এমন প্রশংসা পাওয়ায় ঋতিমতো অভিভূত হয়ে পড়েছিলেন বুমরাহ, টুইটে নিজের একান্ত অনুভূতি প্রকাশ করেছেন তিনি, জানিয়েছেন স্বয়ং ক্রিকেট ইশ্বরের থেকে এমন প্রশংসা পাওয়ায় অভিভূত তিনি, পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ” মাস্টার ব্লাস্টার্স ” কে।

অন্যদিকে ,মুম্বাইয়ের রাস্তায় বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কাপ জয়ের আনন্দ ভক্তদের সাথে ভাগ করে নিলো রোহিতরা।ইউরোপের ফুটবল সংস্কৃতি মহলে এই দৃশ্য বেশ পরিচিত।প্রতি বছর লিগের চ্যাম্পিয়ন দল গুলি জয়ের আনন্দ ভক্তদের সাথে ভাগ করে নেয় বর্নাঢ্য শোভাযাত্রা’র মধ্যে দিয়ে।বেশ কয়েক বছর এই একই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে আইপিএলের ফাইনাল শেষে।এবারও তার ব্যতিক্রম হয়নি, সোমবার মুম্বাইয়ের রাস্তায় ভক্তদের সাথে চার নম্বর আইপিএল জয়ের আনন্দ ভাগ করে নিলো ” মুম্বাই ইন্ডিয়ান্স ” ।রোববার হায়দ্রাবাদের ” রাজীব গান্ধী স্টেডিয়াম ” এ উত্তেজনায় ভরপুর ফাইনালে চেন্নাই সুপার কিংস কে মাত্র এক রানে হারিয়ে দেয় রোহিতরা।

” পেড্ডার রোড ” থেকে ” আন্টিলা ” এর রাজপ্রাসাদ অবধি ছিলো শোভাযাত্রার রুটম্যাপ।দলের প্রত্যেকটি সদস্য এইদিন অংশগ্রহণ করেছিলেন কাপ জয়ের সেলিব্রেশনে।এমনকি গোটা অনুষ্ঠান টির ভিডিও শেয়ার করতে দেখা যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে।
এবছর শুরুটা ভালো না হলেও শেষ টা দারুন হয়েছে রোহিতদের আইপিএল জার্নি।প্রথম দুই ম্যাচ হার, তারপর ১৪ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে শেষ করে ” প্লে অফ ” , এক কথায় অবিশ্বাস্য।এমন ভাবে ঘুরে দাড়ানোয় কুর্নিশ জানতেই রোহিত বাহিনী কে।

এরপর কোয়ালিফায়ারে তাদের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ” চেন্নাই সুপার কিংস ” , এবছর চেন্নাইয়ের বিরুদ্ধে প্রতি ম্যাচে দাপট বজায় রাখলো মুম্বাই।লিগের বাকী দল গুলোর কাছে ধোনির দলকে দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় দেখালেও রোহিত কাছে তা মোটেও অভেদ্য থাকেনি এবছর ।লিগ পর্যায় থেকে শুরু করে ফাইনাল এবার মুম্বাই বনাম চেন্নাই লড়াইয়ের ফলাফল ৪-০।প্রসঙ্গত, এই প্রথমবার কোনও দলের কাছে একই বছর টানা চারটি ম্যাচে হারের সাক্ষী থাকলো ” ধোনি ব্রিগেড ” , নিঃসন্দেহে আসছে বছর এই দুই দলের লড়াই এক অন্যমাত্রায় পৌঁছাবে তা আশা করাই যায়।

রোববার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এক রূদ্ধশ্বাস আইপিএলের ফাইনালের সাক্ষী থাকলো আপামর ক্রিকেট ভক্তকূল।চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে রুদ্ধ শ্বাস ফাইনালে শেষ অবধি চার নম্বর আইপিএল ট্রফি টা নিয়ে মুম্বাই ফিরলো রোহিত শর্মারা।জয়ের থেকে মাত্র এক রান দুরে থেমে গেলো ধোনি বাহিনী।এক্ষেত্রে সাধুবাদ প্রাপ্য মুম্বাইয়ের পেস বোলার লাসিথ মালিঙ্গার।শেষ ওভারে যখন জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন নয় রান, তখন বুদ্ধিদিপ্ত বোলিংয়ের মধ্যে দিয়ে আপামর মুম্বাইবাসীর মুখে হাসি ফোটালেন এই তারকা বোলার।এদিনের জয়ের সুবাদে সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জয়ের রেকর্ড টি গেল মুম্বাইয়ের দখলে।বর্তমানে চারটি আইপিএল ট্রফি শোভা বর্ধিত করছে মুম্বাইয়ের ট্রফিরুমে।