প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করার মধ্যে দিয়ে এই বার্তা নিজেদের ভক্তদের মধ্যে শেয়ার করলেন মাহি।ক্যাপশনে তিনি লিখেছেন ” ধন্যবাদ সকলকে আমাকে এযাবৎ সময় আমার পাশে থাকার জন্য।এবং গত ১৯২৯ ঘন্টা এটা ভাবার জন্য যে আমি অবসর নিয়েছি ” ।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি।তার নেতৃত্ব ভারত জিতেছে ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ,২০১১ সালে পন্চাশ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি।এছাড়াও ২০১৫ সালের বিশ্বকাপে এবং ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলেছিলেন তিনি।তার অবদান ভারতীয় ক্রিকেট আজীবন থেকে যাবে।
View this post on InstagramThanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
A post shared by M S Dhoni (@mahi7781) on