আইপিএলে প্রথমদিকের ম্যাচে দেখতে পাওয়া যাবেনা ডোয়েন ব্রাভোকে 1

আইপিএল শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। কিন্তু এখনও সুস্থ্য হয়ে উঠলেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। এরফলে দারুণ ধাক্কা খেল গুজরাট লায়ন্স। স্বস্তির খবর একটাই প্রথম দিকের ম্যাচগুলিতে ব্রাভোকে না পাওয়া গেলেও, পরেরদিকে আইপিএলে গুজরাটের হয়ে দেখা যাবে তাঁকে।
গত বছর ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগ খেলতে গিয়ে, এই অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই থেকেই মাঠের বাইরে তিনি। জানুয়ারি মাসে তাঁর অস্ত্রপচারও হয়েছে। এখনও সুস্থ্য হয়ে না ওঠায় ব্রাভোকে পাওয়া যাবে আইপিএলের প্রথমদিকে। গুজরাট লায়ন্সের কর্ণধার কেশব বনসন বলেন, ‘ডোয়েন ব্রাভো বেশকিছু মাস ধরেই চোটের কারণে ভুগছেন। তাই আইপিএলের প্রথম দিকের দু-তিনটে ম্যাচে তাঁকে পাওয়া যাবেনা। তবে এপ্রিলের প্রথম সপ্তাহেই তিনি গুজরাট লায়ন্সে ফিরে আসবেন।’

অবশেষে আইপিএলে দেখা যাবে প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরকে


গত বছর আইপিএলে গুজারাটের হয়ে ব্রাভো দারুণ প্রদর্শণ করেছে। ব্যাটিংয়ে খুব একটা চমক দেখাতে না পারলেও, বোলিংয়ে তিনি প্রভাবিত করেছেন অনেকটাই। ১৫টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। এই কারনে লিগ টেবিলে গুজরাট সম্মানজঙ্ক জায়গায় ছিল। ব্রাভোর না থাকার ফলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনারের রাস্তা খুলে গেল। আগের মরশুমে এই অলরাউন্ডার গুজরাটের হয়ে বেশি ম্যাচ খেলতে পারেনি। ব্রাভো দারুণ ফর্মে থাকায় কোনও জায়গা ছিল না ফকনারের দলে আসার। এছর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ এপ্রিল রাজকোটে, গুজরাট তাদের আইপিএলের যাত্রা শুরু করবে।

দ্যুমিনির পর এবার আইপিএল ছাড়ল কুইন্টন ডি কক, চাপে দিল্লি ডেয়ারডেভিলস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *