বুকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারাকে 1

মঙ্গলবার প‍্যারেলের গ্লোবাল হাসপাতালে বুকে ব‍্যাথা অনুভব হওয়ায় ভর্তি করা হলো কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারাকে।হাসপাতাল লাগোয়া একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লারা।সেখানেই বুকে সমস্যা অনুভব করায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।স্থানীয় সময় অনুযায়ী সাড়ে বারোটার কাছাকাছি হাসপাতালে ভর্তি হন তিনি।যদিও এখনো অবধি তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে কোনও খবর জানানো হয়নি হাসপাতালের তরফে।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে লারাকে।প্রত‍্যেকদিন ম‍্যাচের খুটিনাটি বিষয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে তাকে।স্টার স্পোর্টসের সাথে চুক্তি বদ্ধ হয়েছেন তিনি,নিয়মিত তাকে দেখা যাচ্ছে ” ডাগ আউট ” নামের একটি শোতে।

লারার শারীরিক সমস্যার খবর প্রথমে জানা যায় ” এএনআই ” এর একটি টুইট মারফত।সেই টুইটে লেখা ছিলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা প‍্যারেলের গ্লোবাল হাসপাতালে ভর্তি হয়েছেন বুকে সমস্যা নিয়ে।খুব শীঘ্রই হাসপাতালের তরফে এবিষয়ে বিস্তারিত ভাবে জানানো হতে চলেছে ” ।স্বাভাবিক ভাবেই এমন খবর কিংবদন্তি এই ক্রিকেটারের ভক্তদের মধ্যে আশঙ্কা তৈরী করেছে।

প্রসঙ্গত, ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি একজন ব‍্যাটসম‍্যান ব্রায়ান চার্লস লারা।ক্রিকেটের যে কোনও ফর্মে সর্বোচ্চ স্কোরারের রেকর্ডটি তারই দখলে।একটি টেস্ট ম‍্যাচে ৫০১ রান করেছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১টি টেস্ট এবং ২৯৯ একদিবসীয় ম‍্যাচে প্রতিনিধিত্ব করছেন এই ওয়েস্ট ইন্ডিজ ব‍্যাটসম‍্যান।১৯৯০ প্রথম বিশ্বকাপ চ‍্যাম্পিয়ান দেশের জার্সিতে প্রথম বারের মতো দেখা গেছিলো তাকে।১৩১ টি টেস্টে করেছিলেন ১১,৯৫৩ রান,গড় – ৫২.৮৯।অন‍্যদিকে ২৯৯ টি একদিবসীয় ম‍্যাচে তার রান সংখ্যা ১০,৪০৫।গড় – ৪০.১৭ ।২০০৭ সালে ক্রিকেট কে আলবিদা জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *