এবারের আইপিএল এর দুই সেরা পারফর্মারকে বাদ দিয়েই সেরা একাদশ তৈরি করে বসলেন ব্র্যাড হগ 1

চলতি মরশুমের আইপিএল কার্যত শেষের দিকে। গ্রুপ লিগের খেলা শেষ, এবার পালা নক আউটের। এই দীর্ঘ সময়ে আমরা একাধিক ক্রিকেটারকে দেখেছি তারকা বনতে, একাধিক তারকা ক্রিকেটারকে দেখেছি ফ্লপ হতে। এছাড়াও একাধিক দুর্ধর্ষ পারফর্মেন্সের স্বাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। এর মাঝে এবারের আইপিএল এর সেরা একাদশ বানাতে মরিয়া হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা। আর এরকম ভাবেই নিজের পছন্দের আইপিএল এর একাদশ তৈরি করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ।

এবারের আইপিএল এর দুই সেরা পারফর্মারকে বাদ দিয়েই সেরা একাদশ তৈরি করে বসলেন ব্র্যাড হগ 2

শুরুতেই নিজের একাদশে বড়সড় চমক দিয়ে বসেন হগ। এবারের আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ও ওপেনার কে এল রাহুলকে না নিয়ে সেই ফ্র্যাঞ্চাইজির আর এক ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে বেছে নিয়েছেন হগ। আর ওপেনিংয়ে আগরওয়ালের সাথে দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ানকে বেছেছেন ব্র্যাড হগ। কয়েকটি ম্যাচ চোটের জন্য বাইরে থাকলেও এবারের আইপিএল এ স্বপ্নের ফর্মে ছিলেন আগরওয়াল। ১৫৬ এর স্ট্রাইক রেটে ৪২৪ রান করেছেন আগরওয়াল। এদিকে এবারের আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। আইপিএল এর ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ধাওয়ান।

IND vs WI: Mayank Agarwal likely to replace injured Shikhar Dhawan in ODIs

এরপর মিডল অর্ডারে তারকাখচিত অর্ডার তৈরি করেছেন ব্র্যাড হগ। নিজের একাদশের মিডল অর্ডারে তিনি রেখেছেন সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মর্গ্যান এবং হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন নম্বরে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন সূর্যকুমার যাদব। জাতীয় দলে সুযোগ না পেলেও সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন তিনি, তা দেখিয়ে দিয়েছেন নিজের পারফর্মেন্সে। এদিকে চার নম্বরে এবি ডি ভিলিয়ার্স অসাধারণ পারফর্ম করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ৪৪ এর গড়ে এবং ১৬৩ এর স্ট্রাইক রেটে ৩৯৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ব্যাটসম্যান। এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কার্যত একাই খেলে গিয়েছেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। ৪১ এর গড়ে ৪১৮ রান করে কার্যত একাই এই নাইট রাইডার্স দলকে টেনে নিয়ে গিয়েছেন। আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ক্যামিও ইনিংস খেলতে সক্ষম হয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৭৪ এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।

AB de Villiers and Eoin Morgan line up at the toss | Photo | South Africa v  England | ESPNcricinfo.com

এরপর আবারও চমক দিয়ে বসেন ব্র্যাড হগ। নিজের একাদশের পেস ব্রিগেডে রাখেননি এবারের আইপিএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কাগিসো রাবাডাকে। বরং তিন পেসার জোফ্রা আর্চার, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে নিজের দলে বেছে নিয়েছেন ব্র্যাড হগ। রাজস্থান রয়্যালসের বোলিংয়ে কার্যত একাই খেলে গিয়েছেন জোফ্রা আর্চার, একই কথা খাটে কিংস ইলেভেন পাঞ্জাবের মহম্মদ শামির উপরেও। এদিকে কাগিসো রাবাডার সাথে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের লড়াইয়ে সমানে সমানে চলছেন জসপ্রীত বুমরাহ।

Jasprit Bumrah, Mohammad Shami, West Indies vs India Cricket Score, World  Cup 2019 - WI vs IND at Old Trafford, Manchester | ICC Cricket World Cup  2019 | India win 125 runs

আর সবশেষে নিজের দলের দুই স্পিনার হিসেবে দুই তারকা লেগস্পিনার রশিদ খান এবং যুজবেন্দ্র চাহালকে বেছে নিয়েছেন বাঁ হাতি এই অফ স্পিনার। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অসাধারণ ফর্মে ছিলেন রশিদ খান, ১৯টি উইকেট নিয়েছেন এবারের আইপিএল এ। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। বর্তমানে ২০টি উইকেট পেয়েছেন এই মরশুমে।

Rashid Khan and Yuzvendra Chahal catch up | Photo | Global |  ESPNcricinfo.com

এক নজরে দেখে নেওয়া যাক ব্র্যাড হগের আইপিএল একাদশ –

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মর্গ্যান, হার্দিক পান্ডিয়া, জোফ্রা আর্চার, রশিদ খান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *