হরভজন সিংয়ের ৩৮তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। হরভজন সিংয়ের জন্মদিন ছিল গতকাল, ভারতের লিজেন্ডারি বোলার ডানহাতি এই অফ-স্পিনারকে শুভেচ্ছা জানিয়ে তার শুভাকাঙ্ক্ষীর তালিকায় নাম লাগিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
এদিকে, বিরাট কোহলি ও হরভজন সিং একে অপরের খুব ভাল বন্ধু, যার ফলে একজন আরেকজনের প্রতি রয়েছে শ্রদ্ধা ও সম্মান। ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে এই দুইজন খেলে আসছেন অনেকদিন যাবৎ। তাছাড়া এই দুইজন ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। সেই আসরে বিশ্বকাপ জিতে ইতোমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তারা উভয়েই।
এদিকে, হরভজন সিং ভারতের জাতীয় দলের একজন সেরা টেস্ট বোলার। ১০৩ ম্যাচ খেলে ৪১৩ টি উইকেটের মালিক এই ডানহাতি অফস্পিন বোলার। তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার। হরভজন সিং ভারতের হয়ে প্রথম হ্যাট্রিক শিকারের গৌরব অর্জন করেছেন টেস্ট ক্রিকেটে এবং ক্রিকেট বিশ্বে স্পিনাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার তিনি। তার সামনে রয়েছে শ্রীলংকান লিজেন্ডারি বোলার মুত্তিয়া মুরালিধরন। হরভজন শুধু টেস্ট ক্রিকেটেই সেরা নয়, ওয়ানডে ক্রিকেটেও তার পারফরমেন্স নজড় কাঁড়ার মত, সেখানেও তার নামের পাশে রয়েছে ২৬৯ টি উইকেট। এই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলে) খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। যদিও নামের পাশে তেমন সুবিচার করতে পারেননি। ১২ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাত্র ৭টি।
সব মিলিয়ে ভারতের এই তারকা ক্রিকেটার অনেক ভালো সময় পার করতেছেন, নিজের ৩৮তম জন্মদিনও সুন্দরভাবে পালন করতে পেরেছেন। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যাবে যে তিনি তার জন্মদিন কত আনন্দের সাথে পালন করছেন। একের পর এক ছবি আপলোড দিয়ে তাঁর ভক্তদের সাথে শেয়ার করেছেন তাঁর জন্মদিনের প্রতিটি মুহূর্ত। তিনি তাঁর জীবনের এই বিশেষ দিনটি কাটিয়েছেন দুবাইয়ে। এদিকে তাঁর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তার মধ্যে রয়েছে তার সমর্থকরা, বন্ধু-বান্ধব, পরিবারের সবাই। এছাড়াও ক্রিকেট বিশ্বের নানা শ্রেণীর মানুষের কাছ থেকেও পেয়েছেন শুভেচ্ছা বার্তা। তার মধ্যে বিশেষ ছিল ভারতীয় অধিনায়কের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা বার্তাটি। কেননা ভারতীয় অধিনায়ক বর্তমানের ইংল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডের অবস্থান করছেন। নিজের এই ব্যস্ত সময়েও প্রিয় বন্ধু কে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বিরাট কোহলি। তার বার্তা পেয়ে অনেক খুশিও হয়েছেন হরভজন। তিনিও তার সব শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। এদিকে, কোহলি তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি সেরা বোলার এবং অসাধারণ একজন মানুষ হরভজন সিংকে। আরো অনুপ্রেরণা দিন ও ভালো ভাবে জন্মদিন উপভোগ করুন ভাজ্জু পা।”
Wishing the champion bowler and an amazing human being @harbhajan_singh a very happy birthday. Keep inspiring and Have a good one Bhajju Pa. 😊#Turbanator #TopGuy #Legend
— Virat Kohli (@imVkohli) July 3, 2018