আজ ১৮ ই ডিসেম্বর, মঙ্গলবার, আইপিএল ২০১৯ এর লক্ষ্যে জয়পুরে জমজমাট বিডিংয়ের আসর। সেখানে উপস্থিত সকল ক্রিকেট তারকাসহ ফ্রেঞ্চাইজির সমানে বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব অনিরুদ্ধ চৌধুরী, আগামী আইপিএল কোথায় হবে তা জানিয়ে দিলেন।
যেহেতু ২০১৯ এ ভারতের লোকসভা নির্বাচন। তাই আইপিএল দেশের বাইরে হতে পারে, এমন একটা সম্ভবনা ছিল। কিন্তু কার্যনির্বাহী সচিব অনিরুদ্ধ চৌধুরী জানিয়ে দিলেন “লোকসভা নির্বাচন থাকলেও বোর্ড চাইছে ভারতেই হক এবারের আইপিএল।”
আসলে আইপিএলের বিশাল বাজার দেশের বাইরে যাক, এমনটা কেউই চায় না। আর সেই লক্ষেই এই মিলিয়ন ডলার টুর্নামেন্ট ভারতেই রাখতে চায় বোর্ড।
এদিকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইপিএলের টানটান নিলাম।