BIG BREAKING: বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হলো এই ভারতীয় ক্রিকেটারকে 1

ভারতের ঘরোয়া ক্রিকেটের শ্রেষ্ঠ ব‍্যাটসম‍্যানদের মধ্যে অন‍্যতম তিনি। দেশের জার্সি গায়ে একসময় ওপেন ও করেছেন ওয়াসিম জাফর। এবার তার হাতেই দেশের ক্রিকেট উন্নতির গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট এ্যকাডেমির ব‍্যাটিং পরামর্শদাতার দায়িত্ব তুলে দেওয়া হলো তার হাতে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ব‍্যাটিং উন্নতির যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হলো জাফরের হাতে।

BIG BREAKING: বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হলো এই ভারতীয় ক্রিকেটারকে 2

এবছর বিদর্ভের রন্জী জয়ের ক্ষেত্রে তার গুরুত্ব অনস্বীকার্য।১১ ম‍্যাচে করেছিলেন ১১৩৭।গড় – ৬৯.১৩।তাকে নিয়োগ করার সিদ্ধান্তে সিলমোহর বসানোর পর বাংলাদেশ ক্রিকেটের ” গেম ডেভেলপমেন্ট” ম‍্যানেজার কাইজার আহমেদ জানিয়েছেন, ” মে মাস থেকে ২০২০ সালের এপ্রিল অবধি জাফরের সাথে চুক্তি করা হয়েছে।মিরপুরে বাংলাদেশ ক্রিকেট এ্যকাডেমিতে অনূর্ধ- ১৬ এবং অনূর্ধ- ১৯ এর ব‍্যাটিং পরামর্শ দাতার ভূমিকায় থাকছেন তিনি, পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে হাই – পারফরম্যান্স ইউনিটে বদলি করা হতে পারে তাকে “।BIG BREAKING: বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হলো এই ভারতীয় ক্রিকেটারকে 3এমন ধরনের চিন্তা – ভাবনা স্বাভাবিক ভাবেই বাংলাদেশের ক্রিকেট কে এক অন‍্যদিশা দেখাতে চলেছে তা বলাই বাহুল‍্য।কারন ভারতীয় ক্রিকেটে জাফরের গুরুত্ব খুব একটা নয় ।প্রথম শ্রেনীর ক্রিকেটে তার রান সংখ্যা ১৯১৪৭।প্রসঙ্গত, রন্জী ক্রিকেটের সর্বোচ্চ রান – সংগ্রাহক হলেন তিনি।ভারতের হয়ে ৩১ টি টেস্ট ম‍্যাচ খেলে তিনি করেছেন ১৯৩৪ রান।স্বাভাবিক ভাবেই তার দীর্ঘ দুই দশক ধ‍রে বিস্তৃত কেরিয়ারের অভিজ্ঞতা সাহায্য করবে বাংলাদেশের তরুণ প্রজন্মকে।BIG BREAKING: বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হলো এই ভারতীয় ক্রিকেটারকে 4

অন‍্যদিকে, ইতিমধ্যে জোরকদমে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ দল।ইতিমধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌছেছে তারা।আজ সেই ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের।কিন্তু এর আগেই ইতিমধ্যে কপালে চিন্তার ভাঁজ পড়লো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের।দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসানের চোট নিয়ে খানিকটা চিন্তিত বাংলাদেশ ক্রিকেট মহ‍ল।এমনকি আজ তার ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামাকে ঘিরে ইতিমধ্যে তৈরী হয়েছে প্রশ্নচিহ্ন।BIG BREAKING: বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হলো এই ভারতীয় ক্রিকেটারকে 5সমস্যার সূত্রপাত বূধবার, আয়ারল‍্যান্ডের বিপক্ষে ইনিংস চলাকালীন হঠাৎ ম‍্যাচের ৩৬ তম ওভারে শরীরে সমস্যা অনুভব করেন এই তারকা অলরাউন্ডার।এমনকি এরপর তার পক্ষে খেলা চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।শেষ অবধি অর্ধশতরান করে ” রিটায়ার্ড হার্ট ” নিতে বাধ্য হন তিনি।যদিও তার মাঝ পথে ম‍্যাচ ছেড়ে বেরিয়ে যাওয়া বাংলাদেশের ৬ উইকেটে ম‍্যাচ জেতায় কোনও সমস্যা তৈরী হয়নি।

দলের এমন গুরুত্বপূর্ণ সদস্যের চোটের দরুন ম‍্যাচের মাঝপথে মাঠ ছাড়ার বিষয়টি ঋতিমতো চিন্তিত করে তুলেছিল গোটা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের।ম‍্যাচ শেষে বাংলাদেশের দলের ফিজিও থেরাপিস্ট থিয়ান চন্দ্রমোহন জানান , ম‍্যাচ ব‍্যাটিং করাকালীন কোমড়ের বাদীকে ব‍্যাথা অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন শাকিব।BIG BREAKING: বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হলো এই ভারতীয় ক্রিকেটারকে 6তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামার আর কোনও সম্ভাবনা নেই দলের এই গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের ? জবাবে চন্দ্রমোহন জানান, এই মুহূর্তে চিকিৎসা চলছে ওই ক্রিকেটারের, তাই ম‍্যাচের আগে যদি তিনি নিজেকে শারীরিক ভাবে সুস্থ মনে করেন তাহলে তার ফাইনালে নামায় কোনও সমস্যা হবেনা‌।

BIG BREAKING: বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হলো এই ভারতীয় ক্রিকেটারকে 7

প্রসঙ্গত, চলতি ত্রিদেশীয় সিরিজে দুরন্ত ফর্মে পাওয়া গেছে বাংলাদেশকে।আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম‍্যাচ বৃষ্টি জন্য ভেস্তে গেলেও বাকী ম‍্যাচ গুলোতে জিতে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হতে চলেছে তারা।যদি আজ তারা হারাতে পারে হোল্ডারদের।তাহলে প্রথম বারের মতো ত্রিদেশীয় সিরিজ জয়ের মতো গর্বের মুহুর্তের সাক্ষী থাকবে তারা।

গোটা সিরিজে এখনও অবধি দারুন ফর্মে দেখা গেছে বাংলাদেশ দলকে, এই সিরিজের মধ্যে দিয়ে আগামী৩০ শে মে থেকে শুরু হতে চলা বিশ্বকাপের দারুন প্রস্তুতি সেরে নিলো মোর্তাজা বাহিনী।প্রসঙ্গত, আগামী ২ রা জুন, ওভালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে এইবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে বাংলাদেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *