কলকাতা নাইট রাইডার্সের অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়ে এবার মজার লড়াইয়ে লাগলেন স্টোকস-যুবরাজ 1

গতকাল সমর্থক ও বিশেষজ্ঞদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনীল নারাইনকে সরিয়ে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেন করায় কলকাতা নাইট রাইডার্স। যদিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাটিং অর্ডারে আবারও অদ্ভুত একটি সিদ্ধান্ত নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। যখন নীতিশ রানা আউট হলেন, তখন সকলেই ধরে রেখেছিল যে এরপর ইয়ন মর্গ্যান আসবেন ব্যাট করতে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে চার নম্বরে ব্যাট করতে এলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারাইন।

Kolkata Knight Riders Cricket Team Scores, KKR team Matches, Schedule,  News, Players

দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান ও আন্দ্রে রাসেলের মত তারকা ব্যাটসম্যানদের থেকে আগে এসে ব্যাট করে খুব একটা প্রভাব ফেলতে পারেননি নারাইন। যদিও মাত্র ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল। যেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মর্গ্যান, রাসেল ও কার্তিক। কিন্তু কলকাতার এই সিদ্ধান্ত দেখে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট শুরু হয়ে গিয়েছিল। অনেকেই এটিকে কলকাতা নাইট রাইডার্সের ফাটকা বলে মনে করেছিল, আবার অনেকে সমালোচনাও করেছিলেন। যদিও এই নিয়ে এবার নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছিলেন বেন স্টোকস ও যুবরাজ সিং।

M21: KKR vs CSK – Sunil Narine Six

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস এবং প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। যখন দেখা গেল, কলকাতা নাইট রাইডার্সের হয়ে চার নম্বরে নামছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, তখন টুইটারে নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। তিনি লিখেছিলেন, “মর্গ্যানের আগে নারাইন?” অর্থাৎ তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তার জাতীয় দলের অধিনায়কের আগে কিনা নামবেন ওয়েস্ট ইন্ডিজের এক পিঞ্চ হিটার।

যদিও এরপর স্টোকসের বক্তব্যকে নিয়ে দারুণ মজার একটি টুইট করেন আরও এক বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং। নারাইনের চার নম্বরে আসা নিয়ে বেন স্টোকসের প্রতিক্রিয়ার জবাবে টুইটারেই যুবরাজ লিখেছেন, “হ্যাঁ যেমনটা স্টোকসের আগে যুবরাজ! কখনও কখনও অলরাউন্ডারদের আগে পাঠানো দরকার। যে বোলাররা ব্যাট করতে পারে তারা মারার জন্যই মাঠে নামে।” অর্থাৎ নারাইনের চার নম্বরে নামা নিয়ে একপ্রকার নাইট ম্যানেজমেন্টকে সমর্থনই করলেন যুবরাজ।

ইতিমধ্যেই নিউজিল্যান্ডে নিজের পরিবারকে ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহীতে এসে পড়েছেন ইংল্যান্ডের তারকা পেসার অলরাউন্ডার বেন স্টোকস। আপাতত ছয় দিন তিনি স্ব-আইসোলেশনে থাকবেন। সেখানে পরপর তিনটি করোনা টেস্টে নেগেটিভ এলে তবেই তিনি যোগ দিতে পারবেন রাজস্থান রয়্যালসের শিবিরে। স্টোকসের যোগদানে রাজস্থানের টিম আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।

কলকাতা নাইট রাইডার্সের অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়ে এবার মজার লড়াইয়ে লাগলেন স্টোকস-যুবরাজ 2

গতকাল প্রথমে ব্যাট করে ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় কলকাতা নাইট রাইডার্স তোলে ১৬৭ রান। জবাবে ১৫৭ রানেই আটকে যায় চেন্নাই সুপার কিংস। শেষের দিকের ওভারগুলিতে চুড়ান্ত ব্যাটিং ব্যর্থতার জেরেই ম্যাচ হারেন ধোনিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *