নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে, দক্ষিণ আফ্রিকা দলে ফিরলো এই তারকা পেসার 1

এবছর বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক হোঁচট খেয়েই চলেছে দক্ষিণ আফ্রিকা।এমনিতেই বিশ্বকাপ এলে আড্ডায় এদেশের কথা উঠলেই অবধারিত ভাবে এসে পড়ে ” চোকার্স ” প্রসঙ্গ।কিন্তু এইবার টুর্নামেন্টের শুরু থেকেই তাদের পারফরম্যান্স এতোটাই হতাশ জনক যে কেউ খুব একটা আলোচনা করছে না এই দেশকে নিয়ে।

বিশ্বকাপ না জিতুক, কিন্তু বিশ্বকাপে প্রোটিয়াস রা ভালো কিছু করে দেখাবে সে আশা রাখে সকলে।কিন্তু এবার এখনো অবধি টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স এর দিকে তাকিয়ে সেই আশা রাখতেই একটা একটা কিন্তু কিন্তু ভাব লক্ষ্য করা যাচ্ছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে, দক্ষিণ আফ্রিকা দলে ফিরলো এই তারকা পেসার 2

কেনো এমন ব‍্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে দু – প্লেসিসদের।তার অন‍্যতম কারন অবশ্যই দলের একাধিক ক্রিকেটারের চোট পাওয়া।‌টুর্নামেন্টের প্রথমেই ছিটকে যায় তারকা সাউথ আফ্রিকার জোরে বোলার ডেইল স্টেইন ।বিশ্বকাপের মন্চে খেলতে নামার আগে দলের অন‍্যতম স্তম্ভের চোট পেয়ে ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকা শিবির।এরপর একের পর এক চোটের মিছিল দেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।তালিকায় ছিলো তাদের পেসার লুঙ্গি নিগ্দি।

ডেইল স্টেইনের মতো তারকা পেসার এর দল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই যে সব ক্রিকেটারের উপর সাউথ আফ্রিকা দল অত‍্যন্ত নির্ভরশীল তাদের মধ্যে অন‍্যতম নিগ্দি। কিন্তু সেও ছিটকে গেছিলো চোট লাগার দরুন।কিন্তু এখন আর নেই কোনও চিন্তা , কারন নিউজিল্যান্ড ম‍্যাচের আগেই তাকে ১০০ শতাংশ ফিট বলে ঘোষণা করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট দলের মেডিক্যাল টিম।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে, দক্ষিণ আফ্রিকা দলে ফিরলো এই তারকা পেসার 3

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলতে নামা, আর তারপর চোট পাওয়া, স্বাভাবিক ভাবেই এক কঠিন পরিস্থিতির মুখে ফেলে মানসিক ভাবে।তবুও টিমের সাপোর্ট স্টাফের সাহায্যে ফের ছন্দে ফিরে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।তৈরি রয়েছেন আগামী নিউজিল্যান্ড ম‍্যাচে খেলার জন্য।নিউজিল্যান্ড ম‍্যাচে নিজের ১০০ শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *