প্রায় ২০০০ বেশি কোচের পদের জন্য আবেদন জমা পড়লো বিসিসিআই এর কাছে ! 1

গত ২৪ শে জুলাই ভারতের ক্রিকেট বোর্ডের তরফে ভারতের ক্রিকেট দলের বিভিন্ন কোচের পদের জন্য নিয়োগপত্র প্রকাশ করা হয়েছিল। যদিও এইমুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যে এক্ষেত্রে দায়িত্বে আছেন আগের কোচিং স্টাফরা।আবেদন করার শেষ সময়সীমা রাখা হয়েছিল ৩০ শে জুলাই অবধি।সূত্রের খবর অনুযায়ী এইবার বিভিন্ন দলের কোচের পদে ২০০০ এর বেশি আবেদন পত্র জমা পড়েছে।

প্রায় ২০০০ বেশি কোচের পদের জন্য আবেদন জমা পড়লো বিসিসিআই এর কাছে ! 2

তালিকায় আছেন একাধিক প্রথম সারির কোচেরা।আবেদন করেছেন টম মুডি।যিনি ২০১৭ সালে অনিল কুম্বলে সড়ে দাড়ানোর পর আবেদন করেছিলেন এক ই পদে।যদিও সেই সময় এই দায়িত্ব গেছিলো রবি শাস্ত্রীর কাছে।

আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের পর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর।তিনি ছাড়া দলের অন‍্যান‍্য সহকারী কোচ সন্জয় বাঙ্গার ( ব‍্যাটিং কোচ ) ভারত অরুণ ( বোলিং কোচ ) এবং আর শ্রীধর ( ফিল্ডিং কোচ ) এর চুক্তির মেয়াদ দীর্ঘায়িত করা হয়েছে ৪৫ দিন অবধি।

প্রায় ২০০০ বেশি কোচের পদের জন্য আবেদন জমা পড়লো বিসিসিআই এর কাছে ! 3

যদিও বর্তমান কোচিং স্টাফের কাছে সুযোগ থাকছে ফের আবেদন করার।ইতিমধ্যে বিদায় নিয়েছেন ফিটনেস শঙ্কর বসু এবং ফিজিও প‍্যাট্রিক ফারহার্ট। মুডি ছাড়া কোচের পদে আবেদন করেছেন অনেকেই।তালিকায় আছেন মহিলা জয়বর্ধনে, মাইক হেসন।সম্প্রতি আবেদন করেছিলেন লালচাঁদ রাজপুত।এছাড়াও আছেন রবিন সিং। বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় আবেদন করেছেন ভেঙ্কটেশ প্রসাদ এবং জন্টি রোডস।

প্রায় ২০০০ বেশি কোচের পদের জন্য আবেদন জমা পড়লো বিসিসিআই এর কাছে ! 4

প্রসঙ্গত, ইতিমধ্যে প্রকাশ‍্যে এসেছিলো খবর যে পূনরায় কোচের পদে বহাল হতে পারেন রবি শাস্ত্রী।যদি বিরাট সহ গোটা ভারতীয় ক্রিকেট দল এবিষয়ে মত দেয়।যদিও কোচ নির্বাচনে গোটা বিষয়টি নির্ভর করছে ক্রিকেট এ্যডভিসাইরি কমিটির উপর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *