Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

বিশেষ প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনিকে হারিয়ে দিলেন বিরাট কোহলি। না, এটা মাঠের খেলায় নয়। ঘটনা হল, ব্যাটের স্পনসরশিপে প্রাক্তন ভারত অধিনায়ককে পিছনে ফেলে দিলেন বিরাট। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যাটের স্পনসরসিপের ক্ষেত্রে ‘স্পার্টান’-এর থেকে ধোনি পান ৬ কোটি টাকা। বিরাট অবশ্য এই আঙিনায় ‘এমআরএফ’-এর তরফ তেকে ৮ কোটি টাকা পান। এরই পাশাপাশি জুতো ও পোশাকের জন্য আরও ২ কোটি টাকা আয় করে নেন ভারতের বর্তমান অধিনায়ক। তবে মাঠের বাইরের আয়ের ক্ষেত্রে (যেমন টিভি বিজ্ঞাপন) বিরাটের থেকে এখনও অনেকটা এগিয়ে এমএস ধোনি। কোহলি এই জায়গায় ৫ কোটি পেলেও, ধোনির আয় এখানে ৮ কোটি টাকা।

তবে শুধু ধোনি কিংবা কোহলি নন, এই ব্যাটের ‘স্টিকার’ থেকে অনেক টাকাই আয় করেন ভারতের অন্যান্য ক্রিকেটাররা। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দু’জনেই এই ক্ষেত্রে যথাক্রমে টায়ার কম্পানি এমআরএফ ও সিয়েটের থেকে পান ৩ কোটি টাকা। এই সিয়েটই সুরেশ রায়নাকে একই কারণে দেয় আড়াই থেকে তিন কোটি টাকা। অন্যদিকে, ব্যাট-জুতো-পোশাক মিলিয়ে ৪ কোটি আয় করেন যুবরাজ সিং। অজিঙ্ক রাহানে পান ১.৫ কোটি টাকা।

বিদেশিদের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের এই ধরণের আয় ক্ষেত্রে টক্কর দিতে পারেন শুধুমাত্র এবি ডিভেলিয়ার্স ও ক্রিস গেইল। ব্যাটের গায়ে বিজ্ঞাপনের ক্ষেত্রে ডিভেলিয়ার্স পান ৩.৫ কোটি টাকা। গেইল আয় করেন প্রায় তিন কোটি টাকা। গোটা বিষয়ে দেশের এক স্পোর্টস মার্কেটিং ফার্মের বড় কর্তা বলেন, ‘অন্যান্য দেশের ক্রিকেটারদের তুলনায় ভারতীয় ক্রিকেটারদের বেশি টাকা দেওয়া হয় কারণ খেলার মধ্যে এই দেশে ক্রিকেটের চলটাই সবথেকে বেশি। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এবি ডিভেলিয়ার্স ও ক্রিস গেইল অনেক টাকা দাবি করেন কারণ ভারতে তাঁদের ফ্যানের সংখ্যা অনেক।

এবার দেখে নেওয়া যাক সেই সব ক্রিকেটারদের যাদের ‘এনডোর্সমেন্ট’ সব থেকে বেশি:

Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

RRvsDc:ম্যান অফ দ্যা ম্যাচ পন্থ বিশ্বকাপে নির্বাচন না হওয়া নিয়ে বললেন এই কথা

RRvsDc:ম্যান অফ দ্যা ম্যাচ পন্থ বিশ্বকাপে নির্বাচন না হওয়া নিয়ে বললেন এই কথা
ঋষভ পন্থের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে দিল্লি ক্যাপিটালসের দল আইপিএল ২০১৯ এর ৪০তম ম্যাচে রাজস্থান রয়্যালস দলকে ৬...

স্মিথ সোজাসুজি এই খেলোয়াড়দের করলেন হারের জন্য দায়ী, বললেন এই বড়ো কথা

আইপিএল আজ হওয়া রোমাঞ্চকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দল রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। রাজস্থান রয়্যালসের তরফে...

RRvsDC: আইয়ার বড়ো মনের পরিচয় দিয়ে রাজস্থানের এই খেলোয়াড়ের প্রশংসা করলেন

আইপিএল আজ হওয়া রোমাঞ্চকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দল রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। রাজস্থান রয়্যালসের তরফে...

RRvsDC: ম্যাচে হল ১০টি রেকর্ডস, রাহানে আর পন্থ গড়লেন বেশ কিছু বিশ্বরেকর্ড

দিল্লি ক্যাপিটালসের দল আইপিএল ২০১৯ এর ৪০তম রজস্থান রয়্যালস দলকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। এই ম্যাচ চলাকালীন...

দিল্লির জয়ের পুর টুইটারে ছাইলেন পন্থ, এই খেলোয়াড়কে নিয়ে জমিয়ে ঠাট্টা

দিল্লির জয়ের পুর টুইটারে ছাইলেন পন্থ, এই খেলোয়াড়কে নিয়ে জমিয়ে ঠাট্টা
আইপিএলে আজ খেলা হওয়া আইপিএলের ৪০তম লীগ ম্যাচে এক রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাওয়া গেল। দিল্লি ক্যাপিটালস আজ...