Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

বিশেষ প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনিকে হারিয়ে দিলেন বিরাট কোহলি। না, এটা মাঠের খেলায় নয়। ঘটনা হল, ব্যাটের স্পনসরশিপে প্রাক্তন ভারত অধিনায়ককে পিছনে ফেলে দিলেন বিরাট। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যাটের স্পনসরসিপের ক্ষেত্রে ‘স্পার্টান’-এর থেকে ধোনি পান ৬ কোটি টাকা। বিরাট অবশ্য এই আঙিনায় ‘এমআরএফ’-এর তরফ তেকে ৮ কোটি টাকা পান। এরই পাশাপাশি জুতো ও পোশাকের জন্য আরও ২ কোটি টাকা আয় করে নেন ভারতের বর্তমান অধিনায়ক। তবে মাঠের বাইরের আয়ের ক্ষেত্রে (যেমন টিভি বিজ্ঞাপন) বিরাটের থেকে এখনও অনেকটা এগিয়ে এমএস ধোনি। কোহলি এই জায়গায় ৫ কোটি পেলেও, ধোনির আয় এখানে ৮ কোটি টাকা।

তবে শুধু ধোনি কিংবা কোহলি নন, এই ব্যাটের ‘স্টিকার’ থেকে অনেক টাকাই আয় করেন ভারতের অন্যান্য ক্রিকেটাররা। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দু’জনেই এই ক্ষেত্রে যথাক্রমে টায়ার কম্পানি এমআরএফ ও সিয়েটের থেকে পান ৩ কোটি টাকা। এই সিয়েটই সুরেশ রায়নাকে একই কারণে দেয় আড়াই থেকে তিন কোটি টাকা। অন্যদিকে, ব্যাট-জুতো-পোশাক মিলিয়ে ৪ কোটি আয় করেন যুবরাজ সিং। অজিঙ্ক রাহানে পান ১.৫ কোটি টাকা।

বিদেশিদের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের এই ধরণের আয় ক্ষেত্রে টক্কর দিতে পারেন শুধুমাত্র এবি ডিভেলিয়ার্স ও ক্রিস গেইল। ব্যাটের গায়ে বিজ্ঞাপনের ক্ষেত্রে ডিভেলিয়ার্স পান ৩.৫ কোটি টাকা। গেইল আয় করেন প্রায় তিন কোটি টাকা। গোটা বিষয়ে দেশের এক স্পোর্টস মার্কেটিং ফার্মের বড় কর্তা বলেন, ‘অন্যান্য দেশের ক্রিকেটারদের তুলনায় ভারতীয় ক্রিকেটারদের বেশি টাকা দেওয়া হয় কারণ খেলার মধ্যে এই দেশে ক্রিকেটের চলটাই সবথেকে বেশি। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এবি ডিভেলিয়ার্স ও ক্রিস গেইল অনেক টাকা দাবি করেন কারণ ভারতে তাঁদের ফ্যানের সংখ্যা অনেক।

এবার দেখে নেওয়া যাক সেই সব ক্রিকেটারদের যাদের ‘এনডোর্সমেন্ট’ সব থেকে বেশি:

Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

INDvsWI: ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা, এই খেলোয়াড়ের হল প্রত্যাবর্তন

INDvsWI: ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা, এই খেলোয়াড়ের হল প্রত্যাবর্তন
ভারত আর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে আগামী মাসে ওয়ানডে আর টি-২০ ম্যাচের সিরিজ খেলা হবে। প্রথম দুই দলের মধ্যে...

ওয়েস্টইন্ডিজ সিরিজের আগে ভারতীয় দলের তারকা খেলোয়াড় হলের আহত

ওয়েস্টইন্ডিজ সিরিজের আগে ভারতীয় দলের তারকা খেলোয়াড় হলের আহত
একদিকে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে তো অন্যদিকে বেশকিছু খেলোয়াড় সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে...

এমএসকে প্রসাদের পর ইনি হচ্ছেন ভারতীয় দলের নির্বাচক প্রধান, সামনে এলো খবর

এমএসকে প্রসাদের পর ইনি হচ্ছেন ভারতীয় দলের নির্বাচক প্রধান, সামনে এলো খবর
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক বৈঠক (এজিএম) ১ ডিসেম্বর হতে চলেছে। এতে ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য...

INDvsWI: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য এই হল ১৫ সদস্যের ভারতীয় দল

INDvsWI: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য এই হল ১৫ সদস্যের ভারতীয় দল
ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে আগামী মাসে টি-২০ আর ওয়ানডে সিরিজ খে;আ হবে। আগে দুই দলের ম্যাচে ৩...

রিপোর্টস: অক্ষর প্যাটেল আর কে গৌতমকে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে এই দুই খেলোয়াড়ের জায়গায় দেওয়া হতে পারে সুযোগ

রিপোর্টস: অক্ষর প্যাটেল আর কে গৌতমকে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে এই দুই খেলোয়াড়ের জায়গায় দেওয়া হতে পারে সুযোগ
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ভারতীয় দল, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ আর তিন ম্যাচের ওয়ানডে...