Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

বিশেষ প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনিকে হারিয়ে দিলেন বিরাট কোহলি। না, এটা মাঠের খেলায় নয়। ঘটনা হল, ব্যাটের স্পনসরশিপে প্রাক্তন ভারত অধিনায়ককে পিছনে ফেলে দিলেন বিরাট। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যাটের স্পনসরসিপের ক্ষেত্রে ‘স্পার্টান’-এর থেকে ধোনি পান ৬ কোটি টাকা। বিরাট অবশ্য এই আঙিনায় ‘এমআরএফ’-এর তরফ তেকে ৮ কোটি টাকা পান। এরই পাশাপাশি জুতো ও পোশাকের জন্য আরও ২ কোটি টাকা আয় করে নেন ভারতের বর্তমান অধিনায়ক। তবে মাঠের বাইরের আয়ের ক্ষেত্রে (যেমন টিভি বিজ্ঞাপন) বিরাটের থেকে এখনও অনেকটা এগিয়ে এমএস ধোনি। কোহলি এই জায়গায় ৫ কোটি পেলেও, ধোনির আয় এখানে ৮ কোটি টাকা।

তবে শুধু ধোনি কিংবা কোহলি নন, এই ব্যাটের ‘স্টিকার’ থেকে অনেক টাকাই আয় করেন ভারতের অন্যান্য ক্রিকেটাররা। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দু’জনেই এই ক্ষেত্রে যথাক্রমে টায়ার কম্পানি এমআরএফ ও সিয়েটের থেকে পান ৩ কোটি টাকা। এই সিয়েটই সুরেশ রায়নাকে একই কারণে দেয় আড়াই থেকে তিন কোটি টাকা। অন্যদিকে, ব্যাট-জুতো-পোশাক মিলিয়ে ৪ কোটি আয় করেন যুবরাজ সিং। অজিঙ্ক রাহানে পান ১.৫ কোটি টাকা।

বিদেশিদের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের এই ধরণের আয় ক্ষেত্রে টক্কর দিতে পারেন শুধুমাত্র এবি ডিভেলিয়ার্স ও ক্রিস গেইল। ব্যাটের গায়ে বিজ্ঞাপনের ক্ষেত্রে ডিভেলিয়ার্স পান ৩.৫ কোটি টাকা। গেইল আয় করেন প্রায় তিন কোটি টাকা। গোটা বিষয়ে দেশের এক স্পোর্টস মার্কেটিং ফার্মের বড় কর্তা বলেন, ‘অন্যান্য দেশের ক্রিকেটারদের তুলনায় ভারতীয় ক্রিকেটারদের বেশি টাকা দেওয়া হয় কারণ খেলার মধ্যে এই দেশে ক্রিকেটের চলটাই সবথেকে বেশি। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এবি ডিভেলিয়ার্স ও ক্রিস গেইল অনেক টাকা দাবি করেন কারণ ভারতে তাঁদের ফ্যানের সংখ্যা অনেক।

এবার দেখে নেওয়া যাক সেই সব ক্রিকেটারদের যাদের ‘এনডোর্সমেন্ট’ সব থেকে বেশি:

Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ

ভারত বনাম অস্ট্রেলিয়া: বক্সিং ডে টেস্টের জন্য রিকি পন্টিং লোকেশ রাহুল-মুরলী বিজয়ের জায়গায় এই ২ খেলোয়াড়কে দিয়ে ইনিংস শুরুয়াত করার দিলেন পরামর্শ
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ অ্যাডিলেডে খেলা হয় যার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ...

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট

স্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাটস্ট্যাটস: ভারত বনাম অস্ট্রেলিয়া: পার্থ টেস্টের তৃতীয় দিন হল বেশ কিছু রেকর্ড, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন বিরাট
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। পার্থ টেস্ট...

ভারত বনাম অস্ট্রেলিয়া –ভিডিয়ো: হ্যাণ্ডসকম্ব করেছিলেন বিরাটের সঙ্গে বেইমানি, ইশান্তও ঠিক এইভাবে নিলেন অধিনায়কের বদলা

অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে চলতি গাভাস্কার-বর্ডার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ পার্থে খেলা হচ্ছে। ৪ ম্যাচের এই টেস্ট...

সাক্ষী ধোনিকে বললেন, এই স্যাণ্ডেল কিনলে তুমিই এর ফিতে বাঁধবে, ধোনি জিতলেন হৃদয়

ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছিলেন। টেস্ট তিনি খেলেন...

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট

ভারতের হার কাছে দেখে বিরাট কোহলি ভারতীয় সমর্থকদের সাহায্যে চাললেন এই চাল আর পেয়ে গেলেন ৪ উইকেট
ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এই মুহুর্তে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা চলছে। এই সময় বিরাট কোহলি আরো...