সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হারে বাংলাদেশ,সেই সঙ্গে ম্যাচে শাস্তি পেলেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান(ক্যাপ্টেন)।
গত সোমবার বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে সাকিব ব্যাটিংয়ের সময় ওশানে টমাসের শেষ ডেলিভারিটি আম্পায়ার ওয়াইড না দেওয়ায় প্রথমে তার সঙ্গে চিৎকার করেন এবং পরে তার সঙ্গে তর্কে লিপ্ত হন। তার এই আচরণ আইসিসি’র নিয়ম কানুনের ২.৮ অনুচ্ছেদের পরিষ্কার লঙ্ঘন।
ম্যাচ শেষে আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার জেফ ক্যারলের কাছে সাকিব তার অপরাধ স্বীকার করেছেন এবং জরিমানা মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এ দিকে এই আচরণের দায়ে ১৫ ভাগ ম্যাচ ফি জরিমানা করা ছাড়াও তার শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এর ফলে চলতি বছরে তার শৃঙ্খলার রেকর্ডে মোট দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো।