বিশ্বকাপে পরাজয়ের পর মহেন্দ্র সিংহ ধোনিকে কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায় নি।উঠেছে অনেক বিতর্কিত মন্তব্য।জলঘোলা হয়েছে তার কেরিয়ার নিয়ে।সমস্ত জল্পনার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই আইপিএলে আবার দেখা যাবে ধোনিকে। ফ্যানেরা তাকে আবার মাঠে দেখার জন্য আগ্রহী হয়ে উঠেছে।চলতি বছরের আইপিএল ১৩ এডিশনে আবার দেখা যেতে চলেছে মাহিকে।এবছরও চেন্নাই সুপার কিংয়ের ক্যাপ্টেন হিসাবে খেলবেন তিনি।তিনি তার অনুশীলন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইতি মধ্যেই।এই সপ্তাহেই চিদাম্বরম স্টেডিয়ামে প্র্যাক্টিসে দেখা গেছে তাকে।
হাজার হাজার ফ্যান স্টেডিয়ামে জমায়েত হয়েছিল ধোনির আকাশ ছোঁয়া ছক্কা দেখার জন্য।বুড়ো হাড়ের জোর যে একদমই কমে নি তা বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
গত শনিবার স্টার স্পোর্টসের শেয়ার করা একটা ভিডিওতে এমনই দেখা গেলো।চেন্নাই সুপার কিংয়ের নেট প্র্যাক্টিসে পরপর ৫টি ছয় মেরেছেন তিনি।ফ্যানেদের উচ্চ আকাঙ্খা মিটিয়ে তার সব কটি ছয়ই মিশে যায় গ্যালারির ভিড়ে । তার সাথে ছিল টিমমেট সুরেশ রায়না এবং পীযূষ চাওলা।তাদের নেটের পেছন থেকে ধোনির খেলা দেখতে দেখা গাছে।
BALL 1⃣ – SIX
BALL 2⃣ – SIX
BALL 3⃣ – SIX
BALL 4⃣ – SIX
BALL 5⃣ – SIXஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி!
முழு காணொளி காணுங்கள் 📹👇
#⃣ "The Super Kings Show"
⏲️ 6 PM
📺 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்
📅 மார்ச் 8
➡️ @ChennaiIPL pic.twitter.com/rIcyoGBfhE— Star Sports Tamil (@StarSportsTamil) March 6, 2020