ভারতীয় দল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার বিশাখাপট্টনমে খেলেছে। যা ওয়েস্টইন্ডিজ টাই করাতে সফল হয়। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচেও বেশি রান করতে পারেন নি। তিনি ২০ রান করে ম্যাকয়ের বলে বোল্ড হয়ে যান। এর উপর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো ধোনিকে রিটায়ারমেন্ট নেওয়ার পরামর্শ দিয়ে ফেলেছেন। যদিও ভক্তদের এ কথা পছন্দ হয়নি আর বাবুল সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়ে যান।
ধোনি খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন
মহেন্দ্র সিং ধোনিকে গত বেশ কিছু সময় ধরে রান করার জন্য সংঘর্ষ করতে দেখা গিয়েছে। ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে তার স্লো ব্যাটিং দেখা গিয়েছিল। এরপর এশিয়া কাপেও তিনি ভালো ফল করতে পারেন নি আর এখন ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেও বড় ইনিংস খেলতে অসফল হন।
বাবুল সুপ্রিয়ো দিলেন পরামর্শ
ধোনির আউট হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো একটি টুইট করে লেখেন,
“ এমএস ধোনি আজ যেভাবে আউট হয়েছেন তা মেনে নেওয়া যায়না। ওর অনেক বড় ফ্যান হওয়া সত্বেও আমার মাথার এক কোণে এই বিচার আসছে যে ওর এখন নিজের ব্যাপারে ভাবা উচিত যে বিদায় জানানোর সময় এসে গিয়েছে কিনা। অসম্মত হওয়ার জন্য আপনাদের স্বাগত”।
Cannot accept the manner in which Dhoni got out today ! Inspite of being one of his Biggest Fans, I dread the thought that surfaces in the corners of my mind that maybe, maybe he should play his own judge to decide if it’s time for him to say ‘Goodbye’.. u r welcome to disagree?
— Babul Supriyo (@SuPriyoBabul) October 24, 2018
বাবুলের এই পরামর্শে ক্রিকেট ফ্যানেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন আর তাকে ট্রোল করা শুরু করে দেয়। একজন ইউজার লেখেন যে তাহলে তো মুল্যবৃদ্ধিসহ অন্য ব্যাপারে ব্যর্থ হওয়া মোদী সরকারেরও অবসর নিয়ে নেওয়া উচিত। এইভাবে অন্যান্য ইউজাররাও এমন প্রতিক্রিয়া দেন।
तब तो महंगाई सहित अन्य मोर्चे पर विफल मोदी सरकार को भी रिटायरमेंट दे देना चाहिए।
— Shivam kumar (@Shivamk69637029) October 25, 2018
पहले "काका" मोदी से इस्तीफा दिलाओ। उनकी उम्र को पार कर गयी डॉलर के मुकाबले रुपए का भाव!?
— Abhishek Kumar Mishra (@Sauravh_) October 25, 2018
first learn ABC of cricket then suggest Mahi. Have you seen that miracle ball,if not then watch again.
— naween jha (@JhaNaween) October 25, 2018
Dhoni is one of the greatest cricketers ever & one of my personal favorites & ts hard to see him like this a shadow of himself. Time he walked into the sunset with his head help high. He has done it all.
— Joydeep Ganguly (@joydeepg9) October 24, 2018
खुद के प्रदर्शन की बात करो @msdhoni की बात मत करो उन्हें जब लगेगा वह संन्यास ले लेंगे किसी की जी हुजूरी करने की जरूरत नहीं है उनको…
अगर शर्म बची हो तो खुद इस्तीफा दे दो वरना जनता सड़क पर ले आएगी……
धोनी का रिकार्ड और त्याग अभूतपूर्व है….— Kunwar Yogendra (@Kaviyogend) October 25, 2018
Sir you need not to suggest anything. Do your politics . Aap 1 Chunav haar jaoge to politiy chod Doge.
— Vinay Choraria (@ChorariaVinay) October 25, 2018