ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।এবছর প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ফিন্চরা।সম্প্রতি একটি সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স তার দলের এমন দুরন্ত জয়ের কৃতিত্ব ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজকে দিলেন কামিন্স।
বিরাটদের বিরুদ্ধে সেই সিরিজ জয় গোটা অস্ট্রেলিয়া দলকে নাড়িয়ে দিয়েছিল বলেই মনে করেন এই অজি পেসার।সিরিজে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে দুরন্ত সেন্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।অজিদের বিরুদ্ধে সেইদিন বিরাটরা ১৯১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিলো।চিন্নস্বামী স্টেডিয়ামে সেইদিন ফের আরেকবার দেখা গেছিলো “ম্যাক্স ওয়েল ঝড় ” । ম্যাক্সওয়েলের দুরন্ত ৫৫ বলে ১১৩ রানের ইনিংস দুই বল
বাকী থাকতেই জিতে যায় অজিরা।
এদিন কামিন্সের কথায় উঠে এলো ম্যাক্স ওয়েলের সেইদিনের ইনিংসের প্রসঙ্গ।জানান ম্যাক্সির সেইদিনের ইনিংস আমাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করেছিল।সেই দিন গোটা দল অনুভব করেছিল যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে দিতে পারে।
প্রথমে টি টোয়েন্টি সিরিজ জয়, এরপর একে একে একদিবসীয় সিরিজে দুরন্ত কামব্যাক করে ফিন্চরা।০-২ তে পিছিয়ে থেকেও শেষ অবধি ৩ -২ ফলাফলে জয় ছিনিয়ে নেয় অজিরা।এমনকি পরবর্তী সময়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ৫ – ০ ফলাফলে জয়লাভ করেছিল তারা।

আট ম্যাচের মধ্যে সাত জয়, একমাত্র হার তাও ভারতের বিরুদ্ধে।ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।বিষয়টি কেমন ভাবে দেখছেন এই পেসার ? জবাবে কামিন্স জানিয়েছেন , প্রতিটি ম্যাচেই প্ল্যান মাফিক এগিয়েছে দল।সবাই সবার কাজটা ঠিক মতো করেছে,আর তার ফলাফল আজ সকলের সামনে।
প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই অজি দলে প্রত্যাবর্তন হয়েছিল স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের।তাদের ফিরে আসায় ফের সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া ।এবছর বিশ্বকাপে শুরু থেকেই দারুন ছন্দে আছে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি।ওয়ার্নার এবং স্মিথ একের পর এক দুরন্ত ইনিংস খেলে চলেছে।একদিকে যখন ব্যাটিংয়ে নির্ভরতা দিচ্ছে, ঠিক তখন উল্টো দিকে বোলিং এ একের পর এক উইকেট তুলে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স রা।আগামী শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে অজি দল।