এশিয়া কাপ ২০১৮: ভারত বনাম হংকং; ভারতীয় টীম ঘাম ঝরিয়ে জিতে নিলো ম্যাচ, ক্রিকেট ভক্তরা করলেন এই প্রতিক্রিয়া 1
Getty Images

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দল। ভারতের প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল দল হংকং। তাই অনেকেই ভেবেছিল ম্যাচে সহজ জয় তুলে নিবে ভারত। তবে হংকংয়ের অসাধারণ পারফরমেন্সে শেষ পর্যন্ত অনেক ঘাম ঝড়িয়েই ম্যাচ জিততে হয় ভারতকে।

এশিয়া কাপ ২০১৮: ভারত বনাম হংকং; ভারতীয় টীম ঘাম ঝরিয়ে জিতে নিলো ম্যাচ, ক্রিকেট ভক্তরা করলেন এই প্রতিক্রিয়া 2
Getty Images

ব্যাটিংয়ে শিখর ধবন ও আম্বাতি রায়ডু ব্যতীত আর কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। তাই বড় রানের টার্গেট দিয়ে হংকং ব্যাটসম্যানদের চাপে ফেলা সম্ভব হয়নি। ২৮৬ রানের লক্ষ্য বর্তমান ওয়ানডে ক্রিকেটে খুব একটা বড় না হওয়ায় শুরু থেকে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন হংকং দুই ওপেনার। তবে জয়ের অনেক কাছে গিয়েও শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে ফিনিশিংটা দিতে পারেনি তারা। শেষ ২০ ওভারে মাত্র ১৪২ রানের প্রয়োজন ছিল তাদের সাথে হাত ১০ উইকেট। অন্য কোন দল হলে হয়ত লক্ষ্য তাড়া করেই ফেলত।

এশিয়া কাপ ২০১৮: ভারত বনাম হংকং; ভারতীয় টীম ঘাম ঝরিয়ে জিতে নিলো ম্যাচ, ক্রিকেট ভক্তরা করলেন এই প্রতিক্রিয়া 3
Getty Images

টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের এমন পারফরমেন্সে ভক্তরা শুধু অবাকও নয় বরং হতাশও। বেশিরভাগ ভারতীয় ভক্তই মনে করেন দলের এমন পারফরমেন্সের জন্য দায়ী হচ্ছেন দলের কোচ রবি শাস্ত্রী। টুইটারে অনেকে আবার বলছেন এই ম্যাচই নিশ্চিত করে দিচ্ছে কোচ হিসেবে তাঁর চাকরি হারানোর।

চলুন দেখে নিই ম্যাচ নিয়ে ভক্তদের কিছু টুইটঃ

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *