ASHES 2019 : এ্যসেজের চতুর্থ টেস্টে অজি দলে সুযোগ পাচ্ছেন না এই অস্ট্রেলিয়ান তারকারা 1

ইতিমধ্যে জমে উঠেছে এ্যসেজ সিরিজ। লিডসে’র তৃতীয় টেস্টে বেন স্টোকসের দুরন্ত ইনিংসের উপর ভর করে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১ । ইতিমধ্যে ম‍্যানচেষ্টারে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ টেস্টের জন্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে সুযোগ হয়নি একাধিক ক্রিকেটারের। সুযোগ হয়নি উসমান খোঁয়াজা এবং জেমস প‍্যাটিনসনের।

ASHES 2019 : এ্যসেজের চতুর্থ টেস্টে অজি দলে সুযোগ পাচ্ছেন না এই অস্ট্রেলিয়ান তারকারা 2

প্রসঙ্গত, এযাবৎ তিনটে টেস্ট ম‍্যাচে উসমানের রান সংখ্যা যথাক্রমে ১২২।প্রসঙ্গত, স্টিভ স্মিথ দলে ফেরায় ফর্মে থাকা লাম্বুসঘানের সুযোগ হবে তৃতীয় স্থানে।এমনকি দুই বার সুযোগ পাওয়া জেমস প‍্যাটিনসনের সুযোগ হয়নি দলে , ৫ উইকেট নিয়েছেন তিনি এযাবৎ। এই মুহূর্তে লড়াই জমে উঠেছে প‍্যাট কামিন্স,পিটর সিডল,মিচেল স্টার্ক এবং জোস হ‍্যাজেলউডের তিন পেসারের থাকা নিয়ে।প্রসঙ্গত, এখনো অবধি এ্যসেজে খেলতে দেখা যায়নি স্টার্ককে।যদিও ডার্বিশায়ারে বিরুদ্ধে একটি ম‍্যাচে সাত উইকেট নিয়েছিলেন তিনি।

ASHES 2019 : এ্যসেজের চতুর্থ টেস্টে অজি দলে সুযোগ পাচ্ছেন না এই অস্ট্রেলিয়ান তারকারা 3

অস্ট্রেলিয়া দল : ডেভিড ওয়ার্নার,মার্কাস হ‍্যারিস,মার্নুস ল‍্যামবুসনে, স্টিভ স্মিথ,ট্রাভিস হেড,ম‍্যাট ওয়েড,টিম পেইন,প‍্যাট কামিন্স,পিটর সিডল,মিচেল স্টার্ক, নাথান লিয়ন,জোস হ‍্যাজেলউড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *