ইস্তাফা দিলেন আরও এক ভারতীয় দলের সদস্য! 1

মুম্বই, ৬ ফেব্রুয়ারি: নিজের পদ থেকে ইস্তাফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার নিশান্ত জিৎ অরোরা। ভারতীয় বোর্ডের তরফ থেকে দিল্লির অফিস বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের পদ থেকে সরে দাঁড়ান তিনি। নিজে ইস্তাফা দিলেও ওয়াকিবহাল মহল মনে করছে বোর্ডের চাপেই এই কাজ করতে বাধ্য হলেন নিশান্ত। শোনা যাচ্ছে, দলের দুই সিনিয়র ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতেই এমন একটা সিদ্ধান্ত নিলেন কর্তারা।

টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন!

একটি সংবাদমাধ্যমকে নিশান্তের দলের ড্রেসিংরুমে কার্যকলাপ প্রসঙ্গে ভারতীয় দলের এক সিনিয়র ক্রিকেটার বলেন, ‘মিডিয়া ম্যানেজারের কাজ হল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা। তে এই অরোরা সব জায়গাতেই থাকে। ড্রেসিং রুম, দলের জয় উৎসব, দল গঠনের মিটিং, প্রায় সব জায়গাতেই ওকে দেখা যায়।’ শোনা যাচ্ছে রবিবার রাতেই নিজের ইস্তাফাপত্র জমা দিয়ে দেন নিশান্ত। তারপরই তাঁকে মুম্বইয়ে ফিরে আসতে বলা হয়েছে। দলের এক খেলোয়াড় বলেন, ‘ড্রেসিংরুমের মধ্যে একটা অবিশ্বাসের হাওয়া বইতো। কে দলের খেলোয়াড়দের মধ্যেকার কথাবার্তা বাইরের জগতের সামনে এনে দিত তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল।’ হায়দরাবাদে ভারত বানম বাংলাদেশ টেস্ট ম্যাচটি হবে। সেখানেও দলের সঙ্গে যাননি অরোরা।

তৈরি হচ্ছে আরও এক ভারতীয় ক্রিকেটারের বায়োপিক, প্রধান চরিত্রে রণবীর!

বোর্ড কর্তা ডায়বা এডুলজি বলেন, ‘আমরা শুধু বলেছি বোর্ড প্রেসিডেন্টের দিল্লির অফিস বন্ধ করে দেওয়া হবে। এই জন্য দিল্লিতে নিয়োগ সবাইকেই সরে যেতে হবে। আমরা কখনই নিশান্তের নাম করিনি। তবে ও যদি দিল্লিগ নিয়োগ হয় তবে ওকে সরে যেতেই হবে। নিশান্তের জায়গায় কাকে নেওয়া হবে সেটা ঠিক করবেন রাহুল জোহরি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *