MS Dhoni

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। এই লড়াইটি অনুষ্ঠিত হচ্ছে ধর্মশালায়। প্রথম চারটি টেস্টের মধ্যে তিনটিতে জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে নিয়েছে রোহিত শর্মার দল। সিরিজের ফল এখন ভারতের পক্ষে ৩-১। ধর্মশালার টেস্টটি তাই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। প্রথমদিনের এই ম্যাচের লাঞ্চের ফাঁকে তাই আইপিএল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর সেই প্রসঙ্গ উঠতেই ধোনির (MS Dhoni) প্রশংসায় পঞ্চমুখ হলেন অনিল কুম্বলে। টি-২০ ক্রিকেটের নিরিখে মাহিকে বড় তকমা দিতে পিছপা হলেন না ভারতের এই প্রাক্তন তারকা স্পিনার।

‘ধোনির সাফল্যের ধারেকাছে কেউ নেই’

এ দিন, খেলা চলাকালীন অনিল কুম্বলে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) যথেষ্ট তারিফ করেছে। টি-২০ ক্রিকেটে ধোনির সাফল্যের ধারেকাছেও কেউ আসতে পারবে না মত তার। জিও সিনেমায় কথা বলার সময় কুম্বলে বলেন, “কেউ ধোনির মতো টি-২০ ফর্ম্যাটে এতটা সাফল্য অর্জন করতে পারেননি।” আসলে দেশের জার্সি গায়ে হোক কিংবা চেন্নাই সুপার কিংস, সব জায়গায় ধোনির অর্জন চোখে পড়ার মতো। তার নেতৃত্বেই ২০০৭ সালে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। এই সাফল্য ছাড়া, টি-২০ ফর্ম্যাটে ধোনির অধিনায়কত্বেই ভারতীয় দল আরও অনেক সফলতার মুখ দেখেছে। এই ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেন ‘ক্যাপ্টেন কুল’।

২০২৩ সালে চেন্নাইকে কাপ দেন ধোনি

Ms dhoni, ipl 2024
MS Dhoni | Image: Getty Images

ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল জিতেছে। ২০২৩ সালের ফাইনালে চেন্নাই গুজরাট টাইটান্সকে হারিয়েছিল তারা। হাঁটুতে চোট থাকা সত্ত্বেও, ধোনি ১৬ টি ম্যাচ খেলেন। তিনি মাত্র ১০৪ রান করেছিলেন কিন্তু তার স্ট্রাইক রেট ছিল ১৮০-র বেশি। ২০২৩ আইপিএলের পরে ধোনি ফ্যানদের জন্য একটি আবেগপূর্ণ বার্তা দিয়েছিলেন। তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেছিলেন, “আপনাদের ধন্যবাদ জানানো এবং অবসর নেওয়া আমার পক্ষে খুব সহজ ছিল। তবে চেন্নাই সুপার কিংসের ফ্যানদের কাছ থেকে যে ধরনের ভালোবাসা পেয়েছি, আমি তাদের আরও একটি মরশুম খেলে উপহার দিতে চাই।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *