ওয়েস্টইন্ডিজে এই মুহুর্তে মহিলা টি-২০ বিশ্বকাপের হইচই চলছে। প্রত্যেকদিনই এক সে বড়কর এক রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাওয়া যাচ্ছে। তা সে ভারতীয় মহিলা ক্রিকেট দলই হোক বা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ইত্যাদি দলের, বিশ্বকাপের প্রতি দর্শকদের উৎসাহ কম হওয়ার নামই দেখা যাচ্ছে না।
২২ তারিখ হবে সেমিফাইনাল
ভারতীয় দলের প্রদর্শন এই টুর্নামেন্টে দুর্দান্ত হয়ে চলেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে আর সবকটি ম্যাচেই দল জয়ের স্বাদ পেয়েছে। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে ভারতীয় মহিল ক্রিকেট দল বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। টিম ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচ বৃহস্পতিবার ২২ নভেম্বর অ্যাণ্টিগুয়ার মাঠে খেলা হবে। যেখানে ভারতীয় দল ইংল্যান্ড অথবা ঘরের দল ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হতে পারে। আসলে গ্রুপ এ’রযে দল দ্বিতীয় স্থানে থাকবে টিম ইন্ডিয়ার ম্যাচ সেই দলের সঙ্গেই খেলা হবে।
ভারতীয় দল যতই সেমিফাইনালের টিকিট সহজেই হাসিল করুক কিন্তু এখনও টিম ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত সফর নিশ্চিত করার জন্য যে কোনও মূল্যেই ২২ নভেম্বরের ম্যাচ জিততেই হবে। সেমিফাইনাল ম্যাচের ঠিক আগে আমরা আপনাদের সামনে এমন পরিসংখ্যান নিয়ে এসেছি যা দেখার পর ওয়ার্ল্ডকাপ জেতার স্বপ্ন দেখা প্রত্যেক ক্রিকেট প্রেমীর ভেঙে যেতে পারে। আসলে সেমিফাইনালে জায়গা করার আগে হরমনপ্রীত অ্যাণ্ড কোং নিজেদের গ্রুপ স্টেজের চারটি ম্যাচ খেলে আর সমস্ত ম্যাচেই দল জয় হাসিল করেছে। এখন আমরা আপনাদের সময় নষ্ট না করে সোজা সেই রেকর্ড সামনে আনছি আপনারা যার অপেক্ষা করছেন। আসলে এর আগে দু’বার এমন হয়েছে যখন টিম ইন্ডিয়া (পুরুষ/মহিলা) এক দিবসীয় বিশ্বকাপ বা ওয়ার্ল্ড টি-২০র লীগ স্টেজে খেলা নিজেদের সমস্ত ম্যাচে জয় হাসিল করে আর সেমিফাইনালের টিকিট হাসিল করে কিন্তু দু’বারই দল বিশ্বকাপ জিততে অসফল থেকেছে।
টাটকা রয়েছে ২০১৪ আর ২০১৫র তিক্ত স্মৃতি
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল টি-২০ বিশ্বকাপে অংশ নেয় এবং ফাইনাল ম্যাচে লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দল ভারতীয় দলকে ৬ উইকেটে হারিয়ে বিশ্ব টি-২০খেতাব নিজেদের নামে করে।এই টুর্নামেন্টে ভারতীয় দল ফাইনালে জায়গা পাওয়ার আগে তারা গ্রুপ স্টেজের নিজেদের চারটি ম্যাচের সবকটিতেই জিতেছিল। যদি ২০১৫ বিশ্বকাপের কথা ধরা হয়, তো বিশ্বকাপ ২০১৫তেও ভারতীয় দল এমএস ধোনির নেতৃত্বে গ্রুপ স্টেজে খেলা নিজেদের ৬টি ম্যাচের সবকটিতেই জেতে কিন্তু সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরে গিয়েছিল।
বর্তমান বিশ্ব টি-২০তেই ভারতীয় মহিলা দল গ্রুপ স্টেজে নিজেদের সবকটি ম্যাচজেতে আর এই পরিসংখ্যান এখন দলের সামনে এসে দাঁড়িয়েছে। যদিও পরিসংখ্যান খালি পরিবর্তিত হওয়ার জন্য হয় আর আমরা এটাই আশা করব যে ২০১৪ আর ১৫য় বিশ্বকাপে ধোনি অ্যাণ্ড কোংয়ের সঙ্গে যা হয়েছিল তা ২০১৮য় হরমনপ্রীত কৌর অ্যাণ্ড কোংয়ের সঙ্গে হবেনা।