ভারত আর অস্ট্রেলিয়ার দলের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ সিডনি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে। এই ম্যাচ ভারতীয় দল নিজেদের দুর্দান্ত প্রদর্শনের দমে ৬ উইকেটে জিতে নিয়েছে। জানিয়ে দিই, যে এই টি-২- সিরিজের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার দল জিতে নেয়, অন্যদিকে এই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির কারণে রদ হয়ে যায়। ভারত তৃতীয় টি-২০তে জয়ের সঙ্গে এই সিরিজকেও ১-১ ড্র করে ফেলে।
স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি দর্শক এসেছিল ভারতের
আপনাকে জানিয়ে দিই,যে সিডনিতে খেলা হওয়া এই ম্যাচে অস্ট্রেলিয়ার সমর্থকদের চেয়ে বেশি ভারতীয় দলের সমর্থকদের দেখাযায়। পুরো স্টেডিয়াম নীল জার্সিই দেখা যাচ্ছিল। ভারতীয় দলের সমর্থকরা ভারতীয় দলকে জমিয়ে উৎসাহ দিয়েছে আর এটাও একটা বড় কারণ যে ভারতীয় দল এই ম্যাচে জয় হাসিল করতে সফল হয়েছে।
ভারতীয় দলের চার-ছয়ের পুরো স্টেডিয়াম খুশিতে নেচে ওঠে
এটা তো আপনারা জানেনই যে ভারতে ক্রিকেটকে ধর্মের মতই দেখা হয়, আর খেলোয়াড়দের ভগবানের মতো পুজো করা হয়। আর এই কথা সিডনির ক্রিকেট স্টেডিয়ামে ভারতৌ দর্শকদের সংখ্যা দেখে আরও ভালোভাবে বুঝতে পারা গিয়েছে। যখনই ভারতীয় খেলোয়াড়রা চারছয় মেরেছেন পুরো স্টেডিয়ামে খুশিতে নেচে উঠেছে। অন্যদিকে যেমনই অস্ট্রেলিয়ার দলের উইকেট পড়ছিল তখনই ভারতীয় দলের প্রশংসকদের চিৎকার পুরো ময়দান জুড়ে শোনা যেতে থাকে।
এখানে দেখে নিন ভারতীয় প্রশংসক ভরা সিডনির ক্রিকেট স্টেডিয়াম
??? #AUSvIND pic.twitter.com/M34nhgakKs
— Journlist_view (@HaramiLaunde) 25 November 2018
আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারেন যে কিভাবে ভারতীয় দলের সমর্থকদের পুরো মাঠে দেখা গিয়েছে। ভারতের উইনিং শট লাগতেই ভারতীয় দলের এই সমর্থকদের খুশির ঠিকানা ছিল না।