বিসিসিআই কে দেওয়া অবসরপত্রে এই তিন ভারতীয় ক্রিকেটারকে ধন্যবাদ জানালেন আম্বাতি রায়ডু 1

হঠাৎই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ভারতীয় ব‍্যাটসম‍্যান আম্বাতি রায়ডু‌। চলতি বিশ্বকাপের মাঝে তার এমন সিদ্ধান্ত চকিত করেছে গোটা ক্রিকেট বিশ্বকে।ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের অবসরপত্র পাঠিয়েছেন এই ভারতীয় ব‍্যাটসম‍্যান।এবং সেখানে ধন্যবাদ জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা কে। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সেই সকল মানুষ কে যারা এযাবৎ রায়ডুর পাশে দাড়িয়েছেন।

বিসিসিআই কে দেওয়া অবসরপত্রে এই তিন ভারতীয় ক্রিকেটারকে ধন্যবাদ জানালেন আম্বাতি রায়ডু 2

চলতি বিশ্বকাপের মাঝে রায়ডুর এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেকেই তার বিশ্বকাপের দলে উপেক্ষা হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন।এবারের বিশ্বকাপের পনেরো জনের দলে অনেকেই রায়ডুকে প্রত‍্যাশা করেছিল, এমনকি এবিষয়ে আশাবাদী ছিলেন তিনি নিজেও, কিন্তু নির্বাচকরা আস্থা রেখেছিলো বিজয় শঙ্করের উপর । বিষয়টি হতাশ করে তোলে রায়ডুকে।পরবর্তী সময়ে রায়ডুকে নিয়ে তীব্র চাপানোতর তৈরী হলে নির্বাচকরা বিশ্বকাপের অতিরিক্ত ক্রিকেটারের দলে রাখে। কিন্তু পরবর্তী সময়ে শিখর ধাওয়ান এবং বিজয় শঙ্কর চোট পেলেও তাকে সুযোগ না হয়ে বদলি হিসেবে দলে সুযোগ পান ঋষভ পন্থ এবং মায়াঙ্ক অগ্রবাল।কার্যত এই উপেক্ষা থেকে যাওয়ার দরুন অবসর নিলেন রায়ডু এমনটাই মনে করা হচ্ছে।

বিসিসিআই কে দেওয়া অবসরপত্রে এই তিন ভারতীয় ক্রিকেটারকে ধন্যবাদ জানালেন আম্বাতি রায়ডু 3

বোর্ডের প্রতি মনে একরাশ হতাশা জমা হলেও চিঠিতে তাদের ধন্যবাদ জানিয়েছেন এই ব‍্যাটসম‍্যান তাকে ভারতের হয়ে খেলতে সুযোগ করে দেওয়ার জন্য।পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সেই সব অধিনায়কদের যাদের অধিনায়কত্বে তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারের ম‍্যাচ গুলো খেলেছেন।বিরাট কোহলি, ধোনি এবং রোহিত শর্মার তার কেরিয়ারের বিভিন্ন সময়ে অধিনায়ক ছিলেন তার উপর তারা আস্থা রাখায় তিনি ধন্যবাদ জানিয়েছেন।ধন্যবাদ জানিয়েছেন তার পরিবারকে তার পাশে থাকার জন্য।ধন্যবাদ জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে যে সব দল গুলোর হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং চেন্নাই সুপার কিংস কে।

বিসিসিআই কে দেওয়া অবসরপত্রে এই তিন ভারতীয় ক্রিকেটারকে ধন্যবাদ জানালেন আম্বাতি রায়ডু 4

২০১৩ সালে হারারে তে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক হয় রায়ডুর।সেই সময় ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা মনে করা হচ্ছিলো তাকে।কিন্তু পরবর্তী সময় ধারাবাহিকতা না দেখানোর ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েন ভারতীয় দলে।

দেশের হয়ে ৫৫ টি ওয়ানডে এবং ৬ টি টোয়েন্টি ম‍্যাচে খেলতে দেখা গেছে রায়ডুকে।ওয়ানডে তে তার রান সংখ্যা ১৬৯৪। গড় – ৪৭.০৫ ।সর্বোচ্চ – ১২৪* ।রয়েছে ১০ টি অর্ধশতরান এবং ৩ টি শতরান।অন‍্যদিকে ৫টি টোয়েন্টি ম‍্যাচে তিনি করেছিলেন ৪২ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *