[cwa id='h1']
আকাশ চোপড়া জানালেন সেই ৫জন ক্রিকেটারের নাম, যাদের আইপিএল বাতিল হলে হবে বড়ো লোকসান
Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

JCC
পেশাদার ক্রিকেটার হতে চান?
এখানে রেজিস্টার করুন

*T&C Apply

আসলে করোনা ভাইরাস চিন থেকে ছড়িয়ে পুরো বিশ্বেই নিজের পা জমিয়ে ফেলেছে। এর আওতায় ভারতও চলে এসেছে। এখনো পর্যন্ত দেশে প্রায় ২০০০ করোনা ভাইরাসে প্রভাবিত মানুষকে চিহ্নিত করা হয়েছে। দিন প্রতিদিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় না চাইতেও বিসিসিআইকে আইপিএল ২০২০ বাতিল করতে হতে পারে। এর মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া সেই ৫জন খেলোয়াড়দের নাম জানিয়েছেন, যাদের আইপিএল ২০২০ বাতিল হলে সবচেয়ে বড়ো লোকসান হবে।

 

 

সঞ্জু স্যামসন

আকাশ চোপড়া জানালেন সেই ৫জন ক্রিকেটারের নাম, যাদের আইপিএল বাতিল হলে হবে বড়ো লোকসান 1

ভারতীয় ক্রিকেট দলে গত কিছু সময় ধরে বেশকিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় এসেছেন। প্রতিভাবান খেলোয়াড়দের কথা বলা হলে এর মধ্যে একজন হলেন উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, যিনি ভারতের হয়ে এখনো পর্যন্ত হাতে গোনা ম্যাচ খেলেছেন। কিন্তু তার মধ্যে যেমন প্রতিভা রয়েছে তিনি যে কোনো সময় দলে জায়গা পাওয়ার দাবী রাখেন। এমনিতে সঞ্জু স্যামসন গত বেশকিছু বছরে ঘরোয়া ক্রিকেট, আইপিএল আর ভারত এ দলের হয়ে দুর্দান্ত প্রদর্শন করছেন, কিন্তু তাকে হাতে গোনা কয়েকটি টি-২০ ম্যাচেই খেলার সুযোগ দেওয়া হয়েছে। সঞ্জুর এই বছর হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার আশা তো রয়েছে, কিন্তু এরজন্য তার আইপিএলের প্রদর্শনের উপর নজর থাকবে। কিন্তু যেভাবে আইপিএল বাতিল হওয়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, এই অবস্থায় সঞ্জুর জন্য টি-২০ বিশ্বকাপে জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে।

Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse
[cwa id='moreat']