ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলতি তৃতীয় টেস্টে ভারতীয় ওপেনিংয়ে পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। কেএল রাহুল আর মুরলী বিজয়কে দল থেকে বাদ দিয়ে ময়ঙ্ক আগরওয়াল আর হনুমা বিহারীর রূপে ভারত নতুন ওপেনিং জুটি নামায়। এক দিকে যেখানে ময়ঙ্ক আগরওয়াল দুর্দান্ত ব্যাটিং করে ৭৬ রান করেন সেখানে হনুমা বিহারী ব্যর্থ হন।
কেএল রাহুলের জায়গায় টেস্টে ময়ঙ্ককে সুযোগ
লাগাতার টেস্ট ম্যাচে অসফল হওয়া কেএল রাহুলের জায়গায় ময়ঙ্ক আগরওয়াল সুযোগ পেয়েছেন। যার তিনি ফায়দা তুলে দুর্দান্ত ৭৬ রান করেছেন। প্রসঙ্গত কেএল রাহুল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারতের পিচে ফ্লপ থেকেছেন। এই ধারা অস্ট্রেলিয়াতেও জারি থেকেছে। যারপর তাকে দল থেকে বাদ দেওয়ার দাবী জানানো হচ্ছিল। বক্সিং ডে টেস্টের একদিন আগে দলের নাম সামনে আসে আর তাতে কেএল রাহুলের নাম ছিলনা।
কেএল রাহুল ময়ঙ্ক আগরওয়ালের জন্য করলেন এই টুইট
ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়াল আর কেএল রাহুল দুজনেই কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। এই দুজনে নিজেদের রাজ্যের জন্য অনেক দিন এক সঙ্গে ক্রিকেট খেলেছেন। কেএল রাহুল ময়ঙ্ককে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করেন। তিনি ময়ঙ্কের দলে সুযোগ পাওয়ার পর টুইট করে লেখেন, “আমার বেস্ট ফ্রেণ্ড ভারতীয় দলে সুযোগ পেয়েছে যার ফলে আমি ভীষণই খুশি আর এই ব্যাপারে আমি গর্ব করি”। আপনারাও দেখে নিন রাহুলের সেই টুইট।
এখানে দেখুন টুইট
Seeing my Best Friend getting his cap and debuting for the Country makes me so Happy and Proud today. ??
Upwards and Onwards my brother, you’re just getting started Monkus. ?? @mayankcricket#295 ?? pic.twitter.com/r9n61VRewB
— K L Rahul (@klrahul11) 26 December 2018
কেএল রাহুলের প্রদর্শন থেকেছে খারাপ
আপনাদের জানিয়ে দিই যে কেএল রাহুল ভীষণই খারাপ প্রদর্শন করছিলেন। তিনি গত ২২টি টেস্ট ইনিংসে মাত্র ২২ গড়ে ৪৬৮ রানই করেছেন। এই সফরেও তিনি ৪টি ইনিংসে ১২ গড়ে ৪৮ রান করতে পেরেছেন।