হারের পর দলের পাশে দাড়ালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ! 1
New Zealand's Prime Minister Jacinda Ardern gestures as she departs following a gathering for congregational Friday prayers and two minutes of silence for victims of the twin mosque massacre, at Hagley Park in Christchurch on March 22, 2019. - Thousands of New Zealanders gathered in Christchurch on March 22 to honour the 50 Muslim worshippers killed one week ago by a white supremacist, with a call to prayer broadcast around the country and a two-minute silence. (Photo by Marty MELVILLE / AFP) / The erroneous mention[s] appearing in the metadata of this photo by Marty MELVILLE has been modified in AFP systems in the following manner: [2019] instead of [2109]. Please immediately remove the erroneous mention[s] from all your online services and delete it (them) from your servers. If you have been authorized by AFP to distribute it (them) to third parties, please ensure that the same actions are carried out by them. Failure to promptly comply with these instructions will entail liability on your part for any continued or post notification usage. Therefore we thank you very much for all your attention and prompt action. We are sorry for the inconvenience this notification may cause and remain at your disposal for any further information you may require. (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

দেশ হারলে কি হবে এবারের বিশ্বকাপ ফাইনাল দারুণ উপভোগ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ‍্যাকিন্দা আর্দ্রেন।ম‍্যাচের তিনি জানিয়েছেন দুই দলই ফাইনালে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে।এমনকি ম‍্যাচের পর দুই দলের ক্রিকেটারদের স্পোর্টস‍ম‍্যান স্পিরিটের দারুণ প্রশংসা করেছেন এদিন।

অনেকেই এবারের বিশ্বকাপ ফাইনাল কেই সর্বকালের সেরা ফাইনাল বলছে।এদিন ৫০ ওভারের খেলা টাই হলে ম‍্যাচ গিয়ে দাড়ায় সুপার ওভারে।সেক্ষেত্রেও ম‍্যাচ টাই হলে, শেষ অবধি খেলার নিঃষ্পত্তি ঘটে ম‍্যাচে সর্বাধিক চার মেরেছে যে দল তাদের অগ্রাধিকার দিয়ে।দুরন্ত এই ফাইনাল চলাকালীন টিভির সামনে থেকে একটুও নড়তে পারেননি নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী।

হারের পর দলের পাশে দাড়ালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ! 2

এদিন ম‍্যাচে টসে জিতে ব‍্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।৫০ ওভার শেষে তারা করেন ২৪১ রান।এদিন নিউজিল্যান্ডের উপর দুরন্ত চাপ সৃষ্টি করেছিল ইংল্যান্ডের বোলার‍রা।ক্রিস ওকস এবং লিয়াম প্লান্কেট নিয়েছিলো তিনটি করে উইকেট।অন‍্যদিকে নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০ রানের গন্ডি পেরোয় হেনরি নিকোলস।

পরবর্তী সময়ে চেজ করতে নেমে এদিন দারুণ খেলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।যদিও শেষ ওভারে টেন্ট বোল্টের দারুণ বোলিং ম‍্যাচটিকে নিয়ে যায় ” টাই ” তে।শেষ বলে দরকার দুই রান এমন সময় মার্ক উডকে ক্রিজে ঢোকার আগেই আউট করে দেন নিউজিল্যান্ডের উইকেট কিপার টম ল‍্যাথাম।ম‍্যাচে শেষ অবধি নট আউট থাকে বেন স্টোকস ৯৮ বলে ৮৪ রান করে।এরমধ্যে আছে পাঁচটি চার এবং দুটো ছয়।

হারের পর দলের পাশে দাড়ালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ! 3

সুপার ওভারে স্টোকস এবং বাটলার ইংল্যান্ড কে পৌঁছে দেয় ১৫ রানে‌।পরবর্তী সময়ে নিউজিল্যান্ডের হয়ে ব‍্যাটিং করতে নামে জিমি নিশ‍্যাম এবং মার্টিন গুপ্টিল।জোফ্রা আর্চারের বলে তারাও শেষ অবধি পৌছায় ১৫ রানে।কিন্তু ম‍্যাচে বাউন্ডারি মারার বিচারে শেষ অবধি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।

ম‍্যাচ শেষে প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।পাশাপাশি তিনি খুশী তার দলের ক্রিকেট প্রদর্শনে।ইন্সটাগ্রামেএকটি ছবি পোস্ট করার পাশাপাশি তিনি লিখেছেন,” অবিশ্বাস্য খেলা , আমি মনে করি গোটা দেশ এদিন নজর রেখেছে সুপার ওভারে।অভিনন্দন ইংল্যান্ডকে এবং ” ব্ল‍্যাক ক‍্যাপস ” কে।আমি খুবই গর্বিত । ”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *