রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী, খবরটা নিজেই জানেন না সৌরভ! 1

কলকাতা: এই মুহূর্তে বাংলার ক্রীড়া মহলে একটাই প্রশ্ন, সৌরভ গঙ্গোপাধ্যায় কী তৃণমূলের টিকিটে যাবেন রাজ্যসভায়? রাজনীতিতে কি তবে আসতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক? কী বলছেন ভারতীয় ক্রিকেটের ‘ফ্যাব ফোর’-এর অন্যতম নায়ক? রাজনীতির জগতকে মহারাজ যেভাবে ট্যাকল করেন, এবারও সেইভাবেই এড়ালেন। বললেন, ‘আমি সবে অস্ট্রেলিয়া থেকে ফিরেছি। কিছুই জানি না, কিছুই বলতে পারব না।‘ কিন্তু রাজ্যসভার ভোট এলেই বারবার সৌরভের নাম ভেসে ওঠে। দু দিন পর আবার নামটা মিলিয়ে যায়। সৌরভের ঘনিষ্ঠ মহলের খবর, কোনও সূত্র থেকে প্রস্তাব যে আসেনি, এমন নয়। তবে দাদা আগ্রহী নয়।

৮ জুন রাজ্যসভায় রাজ্য থেকে মোট ৬টি আসনে ভোট। ডেরেক ও ব্রায়েন, দোলা সেন ও সুখেন্দুশেখর রায়ের পুনর্নির্বাচনের সম্ভাবনা প্রবল। তৃণমূলের চতুর্থ আসনটি খালি হতে পারে। কারণ দেবব্রত ব্যানার্জির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেই। এই আসন নিয়েই জল্পনা। এবং সৌরভের নাম ভাসছে। তৃণমূলের নেতারা অবশ্য এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু পঞ্চম আসনটি বাম-কং’এর দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকলেও, আলোচনা ওই ৪ নম্বর আসন নিয়ে। এবং তার কেন্দ্রে সৌরভ, আমাদের দাদা।

সৌরভ ছাড়াও কালীঘাটে ভাসছে আরও কয়েকটি নাম। সব খতিয়ে দেখে নেত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপাতত প্রথমেই শোনা যাচ্ছে, ফুটবল তারকা বাইচুং ভুটিয়ার নাম। লোকসভা ভোটে হেরে যাওয়ার পর থেকেই বাইচুং-এর নাম নিয়ে আলোচনা চলছে। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। বিধানসভা ভোটে হেরে যাওয়া তৃণমূল নেতা নির্বেদ রায়ের নাম রয়েছে। আলোচনায় আছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্য শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের নামও। তাছাড়া বিবেচনায় রয়েছে এক সময়ের দাপুটে কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় ওরফে মিঠুদা-র নাম।

সুত্র- এবেলা.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *