Use your ← → (arrow) keys to browse
বিশেষ প্রতিবেদন: ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। সেই ভদ্রলোকেদের মধ্যে কিছু খেলোয়াড় আছেন বা ছিলেন যারা দলের জন্য হয়ে খেলেননি। তারা খেলেন নিজেদের ব্যাক্তিগত রেকর্ড গড়ার জন্য। টিমের স্বার্থ গোল্লায় গেলেও নিজেদের সেঞ্চুরির রেকর্ড তাদের করতেই হবে। বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খেলা ক্রিকেট। বিশেষ করে উপমহাদেশে এই খেলার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তেমনই কিছু স্বার্থপর ক্রিকেটার নিয়ে এই প্রতিবেদন।চলুন দেখে নেওয়া যাক কারা আছেন সেই তালিকায়।
Use your ← → (arrow) keys to browse