ভুল নম্বর তিন
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ঋষভের তৃতীয় ভুল হল কৌশলের অবলম্বন না করা। তিনি কৌশল এবং টেকনিকের তুলনায় শক্তির বেশি ব্যবহার করেন। অন্যদিকে সেরা ব্যাটসম্যানরা চিরকালই বুদ্ধির ব্যাবহার করে থাকেন ব্যাটিংয়ের সময়। অন্যদিকে ঋষভকে ব্যাটিংয়ের সময় খুব কমই বুদ্ধি করে শট খেলতে দেখা যায়। যার মাশুল তাকে গুনতে হয় ভাল শুরু করেও দ্রুত আউট হয়ে। এটাই ঋষভ পন্থের অন্যতম বড় কমজুরি। বারবার তার এই দুর্বলতার কারণেই শুধু ঋষভকেই নয় বরং প্রয়োজনের সময় ভারতীয় দলকেও পড়তে হয় বিপদের মুখে।